এক সপ্তাহের মধ্যেই পরিবেশবান্ধব বাজি তৈরি নিয়ে রাজ্য সরকার নতুন পলিসি দেবে। নতুন পলিসি অনুযায়ী লোকালয়ের বাইরে বাজি ক্লাসটার তৈরি হবে। যারা প্রস্তুতকারক সংস্থা তারা বাজি ক্লাসটা তৈরির জন্য সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে আবেদন জানাবেন।
আরও পড়ুন: কোন রঙের পোশাক পরলে বেশি গরম লাগে…? আপনি জানেন সঠিক উত্তর? দেখুন মিলিয়ে
advertisement
সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা সেই এলাকা এবং সব প্রস্তুতি খতিয়ে দেখেই প্রস্তুতকারক সংস্থাকে বাজি ক্লাসটার তৈরির অনুমোদন দেবেন। রাজ্য সরকারের তরফে নতুন পলিসি শীঘ্রই কার্যকর করা হবে। জেলাশাসক পুলিশ সুপারদের বৈঠকে আজ এমনটাই বলেন মুখ্য সচিব।
বেআইনি বাজি বিক্রি বন্ধ করতে কঠোর রাজ্য সরকার। দত্তপুকুর-কাণ্ডে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরেই তিনি জানিয়েছেন, দোষীদের কোনও রেয়াত করা হবে না। তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যায় সিআইডি। শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত।