আরও পড়ুন-চার মন্ত্রীর তিন পুর নিগম জয়, আগামী দিনে আরও পরিষেবা দেওয়াই লক্ষ্য
শুধুমাত্র তিন বিধানসভার ওয়ার্ড ভিত্তিক জয় নয়। বিধাননগর পুরনিগমের জয়ের মাধ্যমে একাধিক নতুন মুখ জিতিয়ে নিল তৃণমূল কংগ্রেস। পুরনোদের পাশাপাশি এই নতুন মুখকে জিতিয়ে আনায় খুশি দলের নেতৃত্ব। বিধাননগর পুরনিগমের নতুনদের মধ্যে জয় পেয়েছেন যাঁরা। আরাত্রিকা ভট্টাচার্য জিতেছেন ৩ নম্বর ওয়ার্ডে। জোড়াফুল শিবিরের এই নতুন মুখ জিতেছেন ১০৩০০ ভোটে ৷ নতুন মুখ ছিলেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়।
advertisement
৫ নম্বর ওয়ার্ডের এই প্রার্থী জিতেছেন ৫৮৪০ ভোটে ৷ জোড়াফুল শিবিরের ১ ওয়ার্ডের প্রার্থী ছিলেন পিনাকী নন্দী। তিনি জিতেছেন ৬১৩৫ ভোটে। নতুন নয় তবে যুবদের মুখ হিসেবে এবারও জিতেছেন দেবরাজ চক্রবর্তী। ফলে নতুন-পুরনো মিলিয়ে শহরাঞ্চল ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস সল্টলেক জুড়ে। দলের এই সাফল্যে খুশি তৃণমূল।
আরও পড়ুন-আগামিকাল থেকেই আরও বাড়বে তাপমাত্রা, শীতের বিদায়পর্ব শুরু
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘বাংলার মানুষকে ধন্যবাদ। তারা বিপুল সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এটা প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ রাজ্যের যে কাজ চলছে যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তাতে পূর্ণ আস্থা রেখেছেন। বিজেপিকে বিভ্রান্ত হয়ে কিছু মানুষ ভোট দিয়েছিলেন। তারাও আজ বুঝতে পারছেন। পুরোদস্তুর টিএমসির ওপর আস্থা রেখেছেন।বিজেপির অবস্থা খুব খারাপ। প্রথম ও দ্বিতীয় ফারাক অনেক৷ দ্বিতীয় ও তৃতীয় লড়াইয়ে দুই জায়গায় বামেরা এগিয়ে গেছে। আসলে মানুষের আস্থা বেড়েছে। আগামী দিনে মানুষের ভরসা থাকুক এই ধারা অব্যাহত রাখার জন্য। ১০০% মানুষ উপকার পেয়েছেন। আমরা ৯০% ভোট পেয়েছি। নজর রাখছি কেন ১০% ভোট পেলাম না। এটা আমাদের আত্মসমালোচনা করতে হবে। মানুষের কাছে আরও যেতে হবে। যত বেশি জয়, তত মানুষের কাছে যেতে হবে।’’
আবীর ঘোষাল