শুধু দার্জিলিং নয়, পাহাড়ের চার পুরসভা জুড়েই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কার দখলে যাবে এই পুরসভা । ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী দু’পক্ষই ৷
বুধবার গণনা পুরসভা ভোটের। কড়া নিরাপত্তায় আপাতত স্ট্রং রুমে বন্দি ইভিএমগুলি।
দার্জিলিং পুরসভায় মোট ওয়ার্ড ৩২
সেন্ট রবার্ট স্কুলে চলবে ভোট গণনা
১৬ টি টেবলে মোট ৬ রাউন্ডে গণনা চলবে
advertisement
কার্শিয়ং পুরসভায় মোট ওয়ার্ড ২০
বিডিও-য় চলবে ভোটগণনা
১০ টি টেবলে মোট ৬ রাউন্ডে গণনা হবে
কালিম্পং পুরসভায় মোট ওয়ার্ড ২৩
ভোটগণনা চলবে অতিথি গৃহে
৮ টেবলে মোট ৬ রাউন্ডে হবে গণনা
মিরিক পুরসভায় মোট ওয়ার্ড ৯
মহকুমা শাসকের দফতরে চলবে ভোটগণনা
৮ টি টেবলে গণনা হবে ১ রাউন্ডেই
এছাড়া আরও তিনটি পুরসভার ফল ঘোষণা হতে চলেছে বুধবার।
রায়গঞ্জ পুরসভায় মোট ওয়ার্ড ২৭
রায়গঞ্জ পলিটেকনিক কলেজ হবে ভোটগণনা
২৮ টেবলে চলবে গণনার কাজ
ডোমকল পুরসভায় মোট ওয়ার্ড ২১
গণনা হবে ডোমকল গার্লস হাইস্কুলে
পূজালি পুরসভায় মোট ওয়ার্ড ১৬
গণনা হবে স্থানীয় একটি ওল্ড হোমে
সাত পুরসভার ভোট অ্যাসিড টেস্ট। ফলে, সেদিকেই নজর গোটা রাজ্যের।