আরও পড়ুন : বড় খবর! রাজ্যে পুর নির্বাচন হবে? জেনে নিন কবে সব স্পষ্ট করবে কমিশন
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাব যা আসার এসে গিয়েছে। আলোচনাও হয়ে গিয়েছে। আগামিকাল কমিশনের তরফে নোটিশ-এর ড্রাফট ফাইনাল করে মুখ্য সচিবকে মেইল কর হবে (Municipal Election 2022)। কারণ, ওই নোটিশই কোর্টে রেফার্ড হবে। সূত্রের খবর, আইনগত সব দিক দেখে নিয়ে ড্রাফট ফাইনাল করতে হবে। ওই ড্রাফটে গ্রিন সিগন্যাল দিলে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। জানা গিয়েছে, আগামিকাল মুখ্য সচিবের কমিশনে আসার কোনও খবর নেই। সম্ভবত, কমিশনারও কাল অফিসে আসবেন না।
advertisement
উল্লেখ্য, রাজ্য করোনা (Coronavirus Bengal) সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি বিভিন্ন দলের পক্ষ থেকে রাজ্যে পুরভোটের (Municipal Election 2022) দিনক্ষণ পুনর্বিবেচনা করার আবেদন উঠেছিল। তাই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে কোভিড বিধি (Covid Restrictiocns) মেনে নির্বাচনের কথা বলা হলেও অনেকেই সংক্রমণের কারণে নির্বাচন বন্ধ রাখার দাবি তোলেন। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় হাই কোর্ট।
আরও পড়ুন : বাড়ছে মৃত্যু! গত ২৪ ঘণ্টায় সামান্য কমল রাজ্যের সংক্রমণ, আজকের কোভিড-গ্রাফ...
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল পুরনিগমে নির্বাচন (West Bengal Election 2022) রয়েছে। ইতিমধ্যে সর্বত্র প্রার্থী ঘোষণা থেকে শুরু করে পুরোদমে প্রচারও চলছে। তবে প্রচার করতে হচ্ছে কোভিড বিধি (Covid Restrictiocns) মেনে। কোথাও নিয়ম ভাঙলেই তা কড়া হাতে নিয়্ন্ত্রণ করছে প্রশাসন। আদালতেও রাজ্য ও কমিশনের পক্ষ থেকে সে কথা বারবার উল্লেখ করা হয়েছে। শুনানিতে যুক্তি-প্রতিযুক্তির পর আদালত সংবিধানের ২৪৩-এর জেড (এ) ধারা উল্লেখ করে বলে, ভোট পিছনোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশনই।
