TRENDING:

West Bengal Assembly news: ভাষা সংঘাতে উত্তাল রাজ্য বিধানসভা! বিজেপি-তৃণমূলের তুমুল তর্কাতর্কি, সাসপেন্ড শুভেন্দু অধিকারী

Last Updated:

West Bengal Assembly news: ভাষা সংঘাতে উত্তাল বিধানসভা, দুই পক্ষের তর্কাতর্কির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। মঙ্গলবারের জন্য সাসপেন্ড বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাসপেন্ড শুভেন্দু
সাসপেন্ড শুভেন্দু
advertisement

কলকাতা: ভাষা সংঘাতে উত্তাল বিধানসভা, দুই পক্ষের তর্কাতর্কির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপিবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। মঙ্গলবারের জন্য সাসপেন্ড বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

advertisement

আরও পড়ুন: ভিতর থেকে বন্ধ ট্রেনের টয়লেটের দরজা, ভাঙতেই দেখা গেল জানলায় বেল্ট বাঁধা, দৃশ্য দেখেই ভয়ে কাঁটা সকলে

বিধানসভায় বাংলা ভাষার আবেগ-সহ একাধিক বিষয় নিয়ে তুমুল অশান্তি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সময় বরাদ্দ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বচসা বাঁধে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা বিরোধী মুখ্যমন্ত্রী বলে শ্লোগান দেন। পাশাপাশি তৃণমূল সেনা বাহিনীর দ্বারা মঞ্চ ভাঙার প্রসঙ্গও উল্লেখ করে। এই প্রসঙ্গে পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামলাতে মার্শালকে নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ।

advertisement

বাঙালি আবেগের প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাঙালিরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনে। এই ভাষা তো আপনাদেরও ভাষা। আজ আমরা পড়শি রাজ্য আসামের চোখ রাঙানি দেখছি। এই রাজ্যের মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই ভাষাকে অপমান করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: প্রথম ডেটেই প্রিন্সেপ ঘাটে নৌকায় যুবতীর সঙ্গে জোর করে সঙ্গ*মের অভিযোগ! ধৃত যুবক, দেখুন ভিডিও

এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন,দরকারে NRC, CAA, SIR নিয়ে আলাদা প্রস্তাব আনুন। আমরা আলোচনা করব। আপনারা এর সাথে বাংলা ভাষা নিয়ে কেন গোলাচ্ছেন?দুই পক্ষের তুমুল অশান্তির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি, সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly news: ভাষা সংঘাতে উত্তাল রাজ্য বিধানসভা! বিজেপি-তৃণমূলের তুমুল তর্কাতর্কি, সাসপেন্ড শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল