মুম্বই: অবশেষে হাসপাতাল থেকে থেকে ছুটি পেলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র৷ বুধবার ৮৯ বছর বয়সি চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের অভিযোগের পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত? নজর সেদিকে৷ এক্সটি পোলে এগিয়ে সেই মোদি-নীতীশের এনডিএ-ই৷ ভোটকুশলী হয়েও ভোটে ভরাডুবি হওয়ার ইঙ্গিত প্রশান্ত কিশোরের৷ কী হাল হচ্ছে তেজস্বী রাহুলের?
