মুম্বই:অবশেষে হাসপাতাল থেকে থেকে ছুটি পেলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র৷ বুধবার ৮৯ বছর বয়সি চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের অভিযোগের পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত? নজর সেদিকে৷ এক্সটি পোলে এগিয়ে সেই মোদি-নীতীশের এনডিএ-ই৷ ভোটকুশলী হয়েও ভোটে ভরাডুবি হওয়ার ইঙ্গিত প্রশান্ত কিশোরের দলের৷ কী হাল হচ্ছে তেজস্বী রাহুলের?
News18
advertisement
Nov 12, 20254:56 PM IST
Partha Chatterjee: অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
জেলমুক্তির পরে সংবাদমাধ্যমের সামনে এই প্রথম বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, ‘‘অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন! আমার যদি মেন্টর থাকেন কেউ, সংসদীয়তে তাহলে হাশিম আব্দুল হালিম। আর কাকে দেখে, কাকে আক্রমণ করে করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা? তাঁর নাম মমতা। এই নিয়ে এতদিন রাজনীতি করেছি।’’
পার্থের কথায়, ‘‘এক জন মহিলাকে অসম্মান করা তো খুব সহজ। এখানে সংবাদমাধ্যম রং চড়িয়ে তা করেছে। আমার স্ত্রী প্রয়াত। তার পরে কোনও মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সে ক্ষেত্রে কি কারও কোনও আপত্তি থাকতে পারে? অর্পিতার পরিচয় তো শুধু আমার বান্ধবী নয়! সে অভিনেত্রী, ৩০-৩৫টি ওড়িয়া ছবিতে কাজ করেছে। দিনের পর দিন যে ভাবে তাঁকে অসম্মান করা হয়েছে, তা অন্যায়।’’
অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
Nov 12, 20254:37 PM IST
Delhi Blast Update: ৬ জেলা জুড়ে ১২টা জায়গা, বিস্ফোরণের আগে গাড়ি নিয়ে অর্ধেক ঘুরেছিল উমর
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের আগে ওই গাড়ি নিয়েই প্রায় অর্ধেক দিল্লি ঘুরে ফেলেছিলেন, ওই গাড়িতে থাকা তথা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ডা. উমর৷ তদন্তকারীরা জানিয়েছেন, লালকেল্লা এলাকার কাছে বিস্ফোরণের আগে অভিযুক্তরা দিল্লির ছয়টি জেলা জুড়ে বিস্তৃত ১২টিরও বেশি জায়গায় ঘুরেছিল৷
যেসব এলাকা ঘুরে দেখানো হচ্ছিল তার মধ্যে ছিল দক্ষিণ-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, মধ্য দিল্লি, নতুন দিল্লি জেলা, উত্তর দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লি। এমন দীর্ঘ পথ তদন্তকারীরা “অস্বাভাবিক” এবং সম্ভবত পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
সন্দেহভাজন ব্যক্তি যেসব গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন তার মধ্যে রয়েছে নেতাজি সুভাষ প্লেস, অশোক বিহার, কনৌট প্লেস (সিপি), রঞ্জিত ফ্লাইওভার, ডিলাইট সিনেমা, শহিদ ভগত সিং মার্গ এবং রোহতক রোড। গাড়ি নিয়ে উত্তর দিল্লিতে কাশ্মীরি গেট, দরিয়াগঞ্জ এবং লাল কেল্লার মতো জায়গাতেও গিয়েছিল ওরা।
ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ ১৮-কে জানিয়েছেন যে, সন্দেহভাজন ডক্টর উমর ইচ্ছাকৃতভাবে জনবহুল এবং যানজটপূর্ণ এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল৷ মনে হচ্ছে, সম্ভবত বিস্ফোরণের আগে নজরদারি বা নিরাপত্তা কভারেজ পরীক্ষা করার জন্য।
Nov 12, 20254:00 PM IST
Nithari Case: নিঠারি হত্যাকাণ্ড থেকে বেকসুর খালাস অভিযুক্ত সুরিন্দর কোলি!
১২টি মামলা থেকে আগেই তাঁকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার শেষ এবং অন্তিম মামলা থেকেও তাঁকে বেকসুর খালাস করল দেশের সর্বোচ্চ আদালত। তাই এবার জেল মুক্তিতে আর কোনও বাধা রইল না সুরিন্দরের।
জানা গিয়েছে, শেষ মামলা ছিল ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগের উপর। কিন্তু, সেই বিষয়ে পর্যাপ্ত কোনও প্রমাণ না থাকায় সুরিন্দরকে মঙ্গলবার বেকসুর খালাস করে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীনের তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত, নিঠারি মামলায় এর আগে সুরিন্দরকে ফাঁসির সাজা শুনিয়েছিল সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট যান তিনি। শেষে সেই মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত আগের শুনানিতে জানিয়েছিল, শুধুমাত্র জবানবন্দি এবং একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপর ভিত্তি করে সুরিন্দরকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এরপরেই শেষ মামলা থেকেও মুক্তি পান তিনি।
জেল থেকে ফিরেই নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের বাসিন্দাদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জেলমুক্তির পর নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের চিঠি লিখে পার্থ জানতে চাইলেন, চাকরির বিনিময়ে কার থেকে টাকা নিয়েছেন তিনি৷ তাঁর নাম করে কেউ চাকরির বিনিময়ে টাকা চেয়ে থাকলেও সেই নাম জানানোর জন্য আর্জি জানিয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক৷
বেহালাবাসীকে চিঠি লিখলেন পার্থ৷
Nov 12, 20253:13 PM IST
Delhi Blast Update: ভুটান থেকে ভারতে ফিরেই দিল্লির হাসপাতালে মোদি
ভুটান থেকে ভারতে ফিরেই দিল্লির হাসপাতালে মোদি৷ লালকেল্লা বিস্ফোরণে আহতদের দেখতে রাজধানীর লোকনায়ক হাসপাতালে যান তিনি। বুধবার বিকেলে ভুটান সফর শেষে দিল্লিতে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি এবং আহতদের দেখতে সরাসরি এলএনজেপি হাসপাতালে যান।
তিনি আহতদের সাথে দেখা করে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি৷
Nov 12, 20252:44 PM IST
Delhi Blast Update: বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেন মোদি
নয়াদিল্লির লোক নায়ক হাসপাতালে দিল্লি বিস্ফোরণে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার বিকেলে ভুটান থেকে ফেরেন প্রধানমন্ত্রী৷ এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সঙ্গে বৈঠকের কথা তাঁর৷
advertisement
Nov 12, 20251:57 PM IST
SSC Case Update: এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়াতেও আইনি জট
এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়াতেও আইনি জট। ৩৫০০০ বেশি নিয়োগের ইন্টারভিউ হতেই পারে। তবে মামলার ফলাফলের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ।জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
Nov 12, 202512:48 PM IST
Delhi Blast Update: তুরস্ক সফরে পাঠানো হয়েছিল দিল্লি বিস্ফোরণের দুই কারিগরকে
সূত্রের খবর, এই মডিউলের দু’জন মূল সদস্য ডা. মুজাম্মিলকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়৷ আর অন্যজন ছিলেন ডা. উমর৷ যিনি বিস্ফোরণের গাড়িতে উপস্থিত ছিল৷ এরা দু’জনকেই টেলিগ্রামের মাধ্যমেই তুরস্কে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ মনে করা হচ্ছে, জইশ-এর সঙ্গে যুক্ত কোনও হ্যান্ডলারের মধ্যস্থতাতেই তাঁদের তুরস্ক সফর নিয়ন্ত্রিত করা হয়েছিল৷
গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের ডিজিটাল ডিভাইস থেকেও নতুন প্রমাণ পাওয়া গেছে৷ ফরেন্সিক দল এনক্রিপ্ট করা টেলিগ্রাম চ্যাট থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করেছে৷ পাওয়া গিয়েছে দিল্লির ল্যান্ডমার্কের ছবি এবং রাজধানীতে একাধিক রেইকির লগ উদ্ধার হয়েছে৷
জানা গিয়েছে, ২৬ জানুয়ারি, দিওয়ালি, লালকেল্লা, বিভিন্ন জায়গাতেই বিস্ফোরণের একাধিক পরিকল্পনা করেছিল এই মডিউল৷ বারবার বদলেছে পরিকল্পনা৷
দু’টি এনক্রিপটেড টেলিগ্রাম গ্রুপ এবং পাকিস্তানের এক জইশ-জঙ্গির গ্রুপের মাধ্যমেই মগজধোলাই শুরু হয়েছিল এই চিকিৎসকদের গ্রুপের৷ দিল্লির বিস্ফোরণের পিছনে দায়ী যে মডিউল৷ CNN-News18 হাতে আসা এক্সক্লুসিভ তথ্যে জানা যাচ্ছে, এই টেলিগ্রাম সেন্টারগুলিই প্রকৃতপক্ষে ‘ডক্টরস মডিউলের’ নার্ভ সেন্টার ছিল৷
ঠিক বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ এবার সামনে৷ চারটি সিসিটিভি স্ক্রিনে দেখানো ভিডিওটিতে মেট্রো স্টেশনের কাছে একটি ট্র্যাফিক সিগন্যালে ধীর গতিতে চলা গাড়ি থেকে বিস্ফোরণের দৃশ্য স্পষ্টভাবে দেখা গিয়েছে। সোমবারের বিস্ফোরণে ইতিমধ্যেই ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ তদন্তে এনআইএ৷
তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পরে গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত ডা. মুজাম্মিল গানাই চলতি বছরের জানুয়ারি মাসে লালকেল্লা এলাকায় একাধিকবার রেইকি চালিয়েছিল৷ তাদের টার্গেট ছিল ২৬ জানুয়ারির অনুষ্ঠান৷ তবে ব্যর্থ হয়৷
ফের সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাবেন তিনি। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি’লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে।কলকাতার ধনধান্যে প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইওকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে।
advertisement
Nov 12, 202511:07 AM IST
Govinda Health Update: মাথায় ভারী ভাব! ক্রিটিকাল কেয়ারে গোবিন্দ
বাড়িতে হঠাৎ জ্ঞান হারান গোবিন্দা৷ মাঝরাত থেকেই হাসপাতালে৷ বর্তমানে মুম্বইয়ের জুহুতে একটি বেসরকারি হাসপাতালে ক্রিটিকেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি৷ তাঁর ম্যানেজার জানিয়েছেন, গোবিন্দাকে একজন নিউরোলজিস্ট দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ গোবিন্দার ম্যানেজার শশী সিনহা আইএএনএস-কে জানান যে, অভিনেতার স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং মেডিক্যাল টেস্টের রিপোর্ট আসা বাকি। সিনহা জানান, “তাঁর প্রচণ্ড মাথাব্যথা ছিল এবং মাথায় ভারী ভাব অনুভব করছিল। সেই কারণে তাকে একজন নিউরোলজিস্টের সাথে দেখা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডাক্তাররা চেকআপ করছেন। গতকাল রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।”
Nov 12, 202510:21 AM IST
Trump on H-1B Visa: আমেরিকায় ‘যথেষ্ট ট্যালেন্ট’ নেই! H-1B ভিসার পক্ষে নরম সুর ট্রাম্পের
H-1B ভিসা নিয়ে কি এবার নরম হবেন ট্রাম্প৷ সাংবাদিক বৈঠকে এদিন ট্রাম্প স্বীকার করেন যে, গুরুত্বপূর্ণ কাজ করার মতো যথেষ্ট সংখ্যক কুশলী কর্মী আমেরিকায় নেই৷ সেই কারণে ভিন দেশের কর্মীদের উপরে নির্ভরশীলতা একেবারেই কমিয়ে আনা সম্ভব নয়৷
অন্যদিকে, ভিনদেশের ছাত্রছাত্রীদের ভিসা আবেদন বাতিলের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি৷ এদিন তা নিয়েও উদ্বেগপ্রকাশ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷
Nov 12, 202510:05 AM IST
Turkey Cargo Plane Crash: ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃত ২০
ভেঙে পড়ল তুরস্কের সেনার কার্গো বিমান! মঙ্গলবার আজারবাইজান এবং জর্জিয়া সীমান্তে ভেঙে পড়ে তুরস্কের সি-১৩০ বিমানটি। সেই দেশের মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। বিমানটিতে ২০ জন সেনাকর্মী ছিলেন ৷ তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর ৷
আজারবাইজান থেকে তুরষ্কে ফেরার পথে জর্জিয়া সীমান্তে ওই সামরিক কার্গো বিমানটি ভেঙে পড়ে এদিন ৷ মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে ভেঙে পড়ে ৷ এই খবর জেনে আমরা গভীরভাবে দুঃখিত। জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’’