প্রসঙ্গত, দিন কয়েক আগেই করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কেউ মেট্রোয় উঠলেই, তাঁকে জরিমানা বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত গুণতে হতে পারে। করোনা রুখতে চিকিৎসকরা মাস্ক ব্যাবহারের উপরই সর্বাধিক জোর দিয়ে আসছেন। কিন্তু আনলক পর্বের পর থেকেই মাস্ক ব্যবহারই করছেন না অধিকাংশ মানুষ। রাস্তা ঘাটেও মানুষকে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গিয়েছে দীর্ঘদিন। যার পরিবর্তন হচ্ছে না এখনও।
advertisement
বেশ কয়েকদিন ধরেই এ রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও কোনও হেলদোল নেই অধিকাংশ মানুষের। এখনও বহু মানুষের মুখেই মাস্ক নেই। আর থাকলেও থুতনিতে ঝুলছে সেই মাস্ক। করোনা নিয়ে মানুষের এই বেপরোয়া মনোভাবেই আরও আশঙ্কায় ভুগছেন চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে ফের সচেতনতায় নামতে হয়েছে পুলিশকে। রবিবার লেকটাউন থানার তরফে চলে সচেতনতা অভিযান। বিভিন্ন জায়গায় মাইকে সতর্কতামূলক প্রচার করা হয়। এরই মাঝে বিনা মাস্কেই অনেককে রাস্তায় দেখা যায়। দেখা মাত্রই মাস্ক পরিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কলকাতার খান্নার কাছে হরি শা মার্কেটেও বিনা মাস্কেই দেখা গিয়েছে বহু ক্রেতা-বিক্রেতাদের। পুলিশের নজরদারিও অবশ্য সেখানে চোখে পড়েনি। মানিকতলা বাজারেও সেই অসচেতনতার দৃশ্য। কেউ কেউ মাস্ক থুতনির নীচে নামিয়ে ঘুরছেন। উল্টোডাঙার মুচিবাজারেও মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে। জনবহুল এলাকায় বিনা মাস্কেই চলছে বাজার-দোকান থেকে কেনাকাটা। এই পরিস্থিতিতে বাসে মাস্ক ছাড়া যাত্রী ওঠায় নিষেধাজ্ঞা কতটা কাজে দেয়, সেটাই এখন দেখার।
