এর পাশাপাশি প্যারা টিচার বা পার্শ্বশিক্ষকদের জন্য একাধিক সুবিধা দেওয়ার কথা শুক্রবার রাজ্যের অর্থ বাজেট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারা টিচারদের পাশাপাশি সহায়ক, শিক্ষাবন্ধু এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য আর্থিক সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্য বিধানসভায় পেশ করা রাজ্যের অর্থ বাজেট প্যারা টিচারদের প্রত্যেক বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ৬০ বছর কাজ করার পর অবসরকালীন সুবিধা হিসেবে এককালীন বাবদ ৩ লক্ষ টাকা দেওয়া হবে বলেও এদিনের অর্থ বাজেট ঘোষণা করেন তিনি। আগামী অর্থবছর থেকে এই সুবিধা রাজ্যের প্যারা টিচাররা পাবেন বলেই এদিনের বাজেট পেশের সময় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পার্শ্বশিক্ষকদের একাংশের বক্তব্য আগেও প্রত্যেক বছর ৩% করে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হত। সে ক্ষেত্রে এদিনের অর্থ বাজেটে প্যারা টিচারদের ৩% ইনক্রিমেন্ট প্রত্যেক বছর দেওয়ার ঘোষণায় নতুন কিছু দেখছেন না তাঁরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়