কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুক মাণ্ডব্যের সঙ্গে দেখা করে রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমনই খবর। রাজ্যে মানুষের চিকিৎসার সুবিধার্থে জেলায় জেলায় হাসপাতাল এবং সুস্বাস্থ্য কেন্দ্র করা হলেও তাতে প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা অনেক কম। প্রতি বছর মেডিক্যাল কলেজ থেকে যত ছাত্রছাত্রী ডাক্তারি পাশ করেন, তা দিয়ে সেই চাহিদা মিটছে না। সে কারণেই নতুন মেডিক্যাল কলেজ খোলা দরকার বলে মত স্বাস্থ্য দফতরের।
advertisement
প্রসঙ্গত গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়েছে। যার মধ্যে বাংলায় দু’টি নতুন মেডিক্যাল কলেজ খোলা হতে পারে।
আরও পড়ুন: মাত্র ২১-এই সব শেষ! ক্যানসার, ব্রেন টিউমার, একের পর এক আঘাতে না ফেরার দেশে চলে গেলেন গায়িকা
এই বিষয়ে এক স্বাস্থ্যকর্তা বলেছেন, ”কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা বিষয়টি জানিয়েছি। তিনি মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কথাবার্তা এগোলে আমরাও কাজ শুরু করতে পারব। পরিসংখ্যান বলছে, বর্তমানে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া পড়াশোনা করেন। সেক্ষেত্রে যদি আরও চারটে কলেজ যোগ হয় সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারে গিয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।