TRENDING:

Medical college in Bengal : নতুন মেডিক্যাল কলেজের প্রয়োজন রাজ্যে, আবেদন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে

Last Updated:

Medical college in Bengal : গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়েছে। যার মধ্যে বাংলায় দু'টি নতুন মেডিক্যাল কলেজ খোলা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ খোলার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। জানা গিয়েছে, নতুন অন্তত ৪টে মেডিক্যাল কলেজ যাতে রাজ্যে খোলা যায় সেই বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, রাজ্যে রোগীর অনুপাতে হাসপাতালের সংখ্যা কম। রাজ্যে বর্তমানে ২৩টি মেডিক্যাল কলেজ রয়েছে। প্রতি বছর এই কলেজগুলি থেকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ডাক্তারি পাশ করছে। কিছুদিন আগে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুক মাণ্ডব্য।
রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ খোলার আবেদন রাজ্যের
রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ খোলার আবেদন রাজ্যের
advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুক মাণ্ডব্যের সঙ্গে দেখা করে রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমনই খবর। রাজ্যে মানুষের চিকিৎসার সুবিধার্থে জেলায় জেলায় হাসপাতাল এবং সুস্বাস্থ্য কেন্দ্র করা হলেও তাতে প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা অনেক কম। প্রতি বছর মেডিক্যাল কলেজ থেকে যত ছাত্রছাত্রী ডাক্তারি পাশ করেন, তা দিয়ে সেই চাহিদা মিটছে না। সে কারণেই নতুন মেডিক্যাল কলেজ খোলা দরকার বলে মত স্বাস্থ্য দফতরের।

advertisement

প্রসঙ্গত গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়েছে। যার মধ্যে বাংলায় দু’টি নতুন মেডিক্যাল কলেজ খোলা হতে পারে।

আরও পড়ুন: মাত্র ২১-এই সব শেষ! ক্যানসার, ব্রেন টিউমার, একের পর এক আঘাতে না ফেরার দেশে চলে গেলেন গায়িকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিষয়ে এক স্বাস্থ্যকর্তা বলেছেন, ”কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা বিষয়টি জানিয়েছি। তিনি মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কথাবার্তা এগোলে আমরাও কাজ শুরু করতে পারব। পরিসংখ্যান বলছে, বর্তমানে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া পড়াশোনা করেন। সেক্ষেত্রে যদি আরও চারটে কলেজ যোগ হয় সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারে গিয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medical college in Bengal : নতুন মেডিক্যাল কলেজের প্রয়োজন রাজ্যে, আবেদন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল