বিজেপির দাবি অনুমোদন না থাকায় আলোচনা করা যাবে না। স্পিকারের চেয়ার পর্যন্ত ছেড়া কাগজ নিয়ে এগিয়ে যান শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা করতে হবে। পাল্টা বিজেপি স্লোগান তোলে, সমহারে ডিএ দিতে হবে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
advertisement
আরও পড়ুন, বড় ঘোষণা মমতার! ১৯৭ কোটি টাকা ঋণ মকুব বাংলার লাখ লাখ কৃষকদের, কারা পাবেন সুবিধা?
আরও পড়ুন, বড় সুখবর! উচ্চ প্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট
প্রসঙ্গত, সোমবারের এই অধিবেশন ছিল বিশেষ অধিবেশন। বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়েই আলোচনার জন্য এই অধিবেশন ডাকা হয়েছিল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অধিবেশনেই বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু রাজ্যপালের সাক্ষর না থাকায় সেই বিল নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। সোমবার উত্তাল হওয়ার পরে দেখা গেল মঙ্গলবার এই বিলে সাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।