TRENDING:

West Bengal Government: ফের ঝড়ের মুখে বাংলা, নবান্নে বসছে জরুরি বৈঠক! কী নিয়ে আলোচনা?

Last Updated:

West Bengal Government: ইতিমধ্যেই সুন্দরবনের সাইক্লোনের পূর্বাভাস তৈরি হয়েছে। তা নিয়েও বৈঠকে আলোচনা হবে নবান্ন সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃষ্টি,বন্যা, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে আজ নবান্নে বৈঠক বসতে চলেছে। মুখ্য সচিবের হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই বৈঠক হবে। বন্যার আগাম প্রস্তুতি, সাইক্লোন সহ সামুদ্রিক ঝড় গুলি এলে তার জন্য কী আগাম প্রস্তুতি নেওয়া হবে তার জন্য এই বৈঠক। দুপুর তিনটে থেকে এই বৈঠক করবেন মুখ্য সচিব। বৈঠকে সব জেলার জেলাশাসকদের পাশাপাশি এনডিআরএফ-এর প্রতিনিধিও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কোস্টাল গার্ডের প্রতিনিধিরাও। ইতিমধ্যেই সুন্দরবনের সাইক্লোনের পূর্বাভাস তৈরি হয়েছে। তা নিয়েও বৈঠকে আলোচনা হবে নবান্ন সূত্রে খবর।
নবান্নে বসছে বৈঠক
নবান্নে বসছে বৈঠক
advertisement

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে উপস্থিতি থাকাকালীন আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল নিয়েও বৈঠকে বসছেন মুখ্য সচিব। আজ বিকেল পাঁচটা থেকে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। রাজ্যের সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক ট্রাক টার্মিনালগুলি থেকে কত আয় হচ্ছে? জমির প্রয়োজনীয়তা রয়েছে নাকি, ট্রাক মুভমেন্টে কোন সমস্যা হচ্ছে নাকি, তা নিয়ে বিস্তারিত আলোচনা। বৈঠকে পরিবহণ দফতরের আধিকারিকদের পাশাপাশি সীমান্তবর্তী জেলা গুলির জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুরু

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবার আজ বিকেল ৩টের সময় বিকাশ ভবনের ষষ্ঠ তলের কনফারেন্স হলে স্কুলের পঠনপাঠন সংক্রান্ত নবগঠিত বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক হবে। তারপর সন্ধে ৬.৩০-এ জাতীয় শিক্ষানীতি নিয়ে পর্যালোচনার জন্য তৈরি কমিটির বৈঠক হবে। এই বৈঠকে বিদেশ থেকে অনলাইনে অংশগ্রহণ করবেন খ্যাতনামা শিক্ষাবিদরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Government: ফের ঝড়ের মুখে বাংলা, নবান্নে বসছে জরুরি বৈঠক! কী নিয়ে আলোচনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল