TRENDING:

রাজভবনে শপথ নেবেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নীল হাঁড়িতে সাদা রসগোল্লায় তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত নবান্ন

Last Updated:

আজ সকাল ১০:৪৫ মিনিট নাগাদ রাজ্যের নয়া স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সি ভি আনন্দ বোস। তাঁকে স্বাগত জানাতে অনেক কিছুর সঙ্গে ১০০টি রসগোল্লাও নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নীল সাদা রঙকেই বিভিন্ন জায়গায় তিনি ব্যবহার করার উপর গুরুত্ব দিয়েছেন। আরেকবার সেই নীল সাদা রঙ-এর মাধ্যমেই রাজ্যের নয়া স্থায়ী রাজ্যপালকে স্বাগত জানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজভবনের শপথ নেবেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নীল হাঁড়িতে সাদা রসগোল্লা স্বাগত জানাতে প্রস্তুত নবান্ন
রাজভবনের শপথ নেবেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নীল হাঁড়িতে সাদা রসগোল্লা স্বাগত জানাতে প্রস্তুত নবান্ন
advertisement

আজ, বুধবার সকাল ১০ঃ৪৫ মিনিট নাগাদ রাজভবনে শপথ নেবেন রাজ্যের স্থায়ী রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোস। আর সেই নতুন রাজ্যপালকে স্বাগত জানাতে অনেক কিছুর সঙ্গেই ১০০ টি রসগোল্লা নিয়ে যেতে যান খোদ মুখ্যমন্ত্রী। আর সেই রসগোল্লার হাঁড়ি হবে নীল রঙের। এমনটাই বরাত দেওয়া হয়েছে কলকাতায় রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাসের এক বংশধরের সংস্থাকে। শুধু তাই নয়, সেই রসগোল্লা নীল হাঁড়িতে করে নবান্ন থেকে যাবে রাজভবনে। দুটি হাড়িতে ৫০ টি করে মোট ১০০টি রসগোল্লা রাখা থাকবে। নয়া রাজ্যপালকে রাজ্যে স্বাগত জানাতে এমনটাই প্রস্তুতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

advertisement

আরও পড়ুন- রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সম্প্রতি চেন্নাই সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লা গণেশনের বাড়িতেও গিয়েছিলেন। তাঁর পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। তার আগে অবশ্য মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপূজায় হাজির হতে দেখা গিয়েছিল রাজ্যের অস্থায়ী রাজ্যপালকে। মঙ্গলবারই রাজ্যের নয়া রাজ্যপাল কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা এসে পৌঁছে কালীঘাটে পুজোও দিয়েছেন তিনি। আর এবার স্থায়ী রাজ্যপাল হিসেবে আনন্দের মেয়াদ শুরুর দিন থেকেই সম্পর্ক মধুর করতে চাইছে নবান্ন। সেই উদ্যোগেই বাগবাজারের রসগোল্লা যাবে রাজভবনে।

advertisement

আরও পড়ুন- দু’কেজি ওজনের রসগোল্লা! দেখলেই ভিরমি খাওয়ার পালা

ওই মিষ্টির সংস্থার তরফে জানানো হয়েছে মঙ্গলবার রাতেই নবান্নের তরফে স্পেশাল রসগোল্লা তৈরির বরাত দেওয়া হয়েছে। তৈরি রাখতে বলা হয়েছে নীল হাড়িও। বুধবার সকাল দশটার মধ্যে ১০০টি রসগোল্লা সাজিয়ে ফেলতে হবে, তেমনটাই বরাত পেয়েছে এই সংস্থা। নীল হাঁড়িতে থাকবে সাদা রসগোল্লা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পরেই এই রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মিজোরামের রাজ্যপাল লা গণেশন। ধনখড়ের গোটা কার্যকালে বারবার শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিল। কখনও কখনও সেই সংঘাত তিক্ততাতেও পরিণত হয়েছে। এবার নতুন রাজ্যপালের সঙ্গে প্রথম দিন থেকেই তিক্ততা ভুলে মিষ্টি সম্পর্ক গড়ে তুলতে চাইছে নবান্ন। এমনটাই প্রশাসনিক মহল মনে করছে। এদিনের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজভবনে শপথ নেবেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নীল হাঁড়িতে সাদা রসগোল্লায় তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল