TRENDING:

পুজোয় চুটিয়ে ঠাকুর দেখুন রাত জুড়ে, মিলবে একাধিক রুটে সরকারি বাস! এই প্রথম...

Last Updated:

Durga Puja 2022: পুজোয় এই প্রথম সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর, এমনটাই জানিয়েছেন মন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোর আগে কলকাতায় স্থায়ী ভাবে নামতে চলেছে ১০০ সরকারি বাস। এসি এবং নন এসি দুই ধরনের বাসই থাকবে তাতে। পুজোর পড়ে আরও ১২০ টি সরকারি বাস নামবে। এগুলি পিপিপি মডেলে নামবে।
পুজোয় বাস নিয়ে আর চিন্তা নেই
পুজোয় বাস নিয়ে আর চিন্তা নেই
advertisement

বর্তমানে সারা রাজ্য জুড়ে ২২৬৯টি সরকারি বাস চালানোর কথা। কিন্তু চলে ১৮৪৫টি। তার সঙ্গে আরও ২২০ টি জুড়ছে।

পুজোয় এই প্রথম সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর, এমনটাই জানিয়েছেন মন্ত্রী। সরকারি  বাস চলবে নির্দিষ্ট রুটে। যা নিয়ে পুলিশের কথা বলা হয়েছে। যে রুট গুলিতে নো এন্ট্রি থাকবে, সেগুলি এড়িয়ে বাকি রুট গুলিতে চলবে সারা রাত সরকারি বাস। পরিবহণ দফতরের উদ্যোগে পুজোয় কেনাকাটা করতে পারেন মানুষ। শহর ও শহরতলির জন্য ১০০টি বাস নামানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি বাস নামানোর নির্দেশ ছিল। সেই অনুযায়ী প্রথম ধাপে ১০০টি সরকারি বাস আর পরবর্তী ধাপে ১২০ টি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: 'আশা'য় আশা রাখছে বঙ্গ বিজেপি, প্রথম বঙ্গ সফরেই মাস্টারস্ট্রোক দিতে চান নতুন নেত্রী

সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাপুরজি, হাওড়া,যাদবপুর করুণাময়ী একাধিক রুটে বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে আসানসোল, এসপ্ল্যানেড থেকে দীঘা, বাগনান, এসপ্ল্যানেড থেকে করিমপুর, শ্রীরামপুর ইত্যাদি রুটের বাস দেয়া হবে। গড়িয়া দীঘা, টালিগঞ্জ মধ্যমগ্রাম, আমতলা হাওড়া রুটে বাস দেয়া হবে। শারোদৎসব আনন্দময় করবার উদ্যোগ রাজ্যের পরিবহন মন্ত্রীর।

advertisement

আরও পড়ুন: 'কত দিন চালাবে দেখা যাক!' দিলীপ ঘোষের গলায় শুভেন্দুর সুর, তোলপাড় বাংলা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাসগুলি পুজোর পরও থাকবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুজোর সময়, রাতে বাসের সমস্যা হয়।অনেক রাস্তায় নো এন্ট্রি করা হয় সেটা বাদে সারা রাত বাস চালানো হবে। সোমবার থেকে শুরু পরিষেবা।২২৬৯ টা বাস চলছে শহর এবং শহরতলি। এর মধ্যে প্রায় ১৮০০ টা বাস চলছে সর্বদা।পুজো পারিক্রমা জন্য এসি ও  নন এসি প্যাকেজ আকারে এই বাস এর সুবিধা দেয়া হবে। যারা বৃদ্ধাবাসে থাকেন সেই সমস্ত বর্ষীয়ান মানুষদের জন্য নবমীর দিন পুজো পরিক্রমা এর ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য ভাড়া লাগবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় চুটিয়ে ঠাকুর দেখুন রাত জুড়ে, মিলবে একাধিক রুটে সরকারি বাস! এই প্রথম...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল