'কত দিন চালাবে দেখা যাক!' দিলীপ ঘোষের গলায় শুভেন্দুর সুর, তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: সাতসকালে প্রাতঃভ্রমণের পাশাপাশি সাংবাদিক বৈঠকও করে থাকেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
#কলকাতা: প্রায় প্রতিদিনই সাতসকালে প্রাতঃভ্রমণের পাশাপাশি সাংবাদিক বৈঠকও করে থাকেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবারও তার অন্যথা হল না। এদিনও নানা বিষয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। দেখে নেওয়া যাক, কী কী বললেন তিনি...
ডিসেম্বরের পরে সরকার চালাতে দেব না: শুভেন্দু
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন। যে ভাবে ধরা পড়ছে নতুন নতুন চুরি, তাতে কেউ গায়েব হয়ে যাচ্ছেন, কেউ চলে যাচ্ছেন, তাতে কত দিন চালাবে দেখা যাক!
দু’দিনের দলীয় বৈঠক
যাদের নতুন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সকলে থাকছেন। মিটিং হবে, এত বড় আন্দোলন হয়ে গেল, গত কয়েক মাস ধরে আন্দোলন করছি। নতুন রণকৌশল কী হবে? দুর্গাপুজোয় পার্টি কীভাবে এগোবে সব বিষয় নিয়ে আলোচনা হবে।
advertisement
advertisement
পুরনো শিবিরকে কি ফেরানো নিয়ে কোনও আলোচনা?
নতুন-পুরোনো সকলে আছেন পার্টিতে। মাঝে একটু খানি ডামাডোল চলছিল পার্টিতে, নতুন লোক দায়িত্ব নিয়েছেন। সবাইকে গুছিয়ে উঠতে সময় লাগছে। আবার পার্টি আস্তে আস্তে লাইনে এসে গেছে। পুরনো নতুন সকলে একসঙ্গে ঝাঁপাবে।
advertisement
ভরতপুর থানা ঘেরাও
পুলিশ পার্টির হয়ে এসব কাজ করত। গরু পাচারের টাকা, কয়লা বালি পাচারের টাকা পুলিশ তুলে দিত। পুলিশের যেটা কাজ, সেটা করছে না। অন্য রাজ্য থেকে এসে পুলিশ ড্রাগ পাচারকারীদের ধরে নিয়ে যাচ্ছে, এখানকার পুলিশ খোঁজও রাখে না। রাজনীতির কাজ ও পার্টিকে টাকা দিতে গিয়ে পুলিশও ওই ধরণের ব্যবসাতে নেমে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অবিশ্বাস তৈরি হয়েছে। এগুলো এখন পার্টির লোকও বুঝতে পারছেন। তাই সংঘাত বাড়ছে। কে লুঠবে, কে খাবে এই নিয়েই পার্টির মধ্যে ঝামেলা। প্রশাসন বলে কিছু নেই বাংলায়।
advertisement
টিটাগড় বিস্ফোরণ
এটা নতুন কিছু নয়। ওখানে রাজনীতি এই রকম। ক্রিমিনালরা রাজনীতি কন্ট্রোল করছে। কাজকর্ম নেই, বহু ছেলে ঘুরে বেরাচ্ছে। তাদের হাতে বোম বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2022 9:42 AM IST