নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারও একাধিক দফতরের সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৬ দফতরের সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে।
উদ্যান পালন দফতর থেকে সরিয়ে সুব্রত গুপ্তকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে বদলি করা হল। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সিইও করা হল রাজেশ কুমার সিংহকে। ক্রীড়া ও আবাস দপ্তরের সচিব ছিলেন তিনি । তাকে সেই পদ থেকে সরানো হল।
advertisement
গত বুধবারও একাধিক দফতরের সচিবের রদবদল করা হয়েছে। প্রধান সচিব ছিলেন মণীশ জৈন। তাঁকে শিক্ষা থেকে সরিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব করা হয়েছে। শিক্ষা দফতরের নতুন প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ কুমারকে। পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব ছিলেন বিনোদ কুমার। এই দফতরের নতুন সচিব করা হয়েছে গুলাম আলি আনসারিকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2024 7:37 PM IST
