কেএমডিএর তরফে ডাকা দরপত্রে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর মন্দির চত্বর সংস্কারে এক কোটি ৩৫ লক্ষ টাকার বেশি খরচ করা হবে। সেই টাকায় পুরনো টয়লেট কমপ্লেক্স ভেঙে নতুন করে তৈরি করা হবে। মাল্টিপ্লাজা থেকে পর্ণবিথিকা নতুন করে সাজিয়ে তোলা হবে। সেখানে বাগান তৈরি করা হবে। মায়ের ঘাট সংস্কারের পাশাপাশি, মালি নিরাপত্তারক্ষীদের ঘর নতুন করে তৈরি করে দেওয়া হবে। আলো এবং জল সরবরাহের ব্যবস্থাও ঢেলে সাজানো হবে। চার মাসের মধ্যে ওই কাজ শেষ করতে হবে দরপত্রে উল্লেখ করা হয়েছে
advertisement
উল্লেখ্য, দু-বছর আগেই প্রায় ২০ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরের চত্বর সাজিয়ে তুলেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য স্কাইওয়াকের পাশাপাশি, লাইট অ্যান্ড সাউন্ড শো-য়ের ব্যবস্থা করা হয়েছে। ভোটের মুখে সাধারণ মানুষের মন জয় করতে ফের একবার দক্ষিণেশ্বরের উন্নয়ণে উদ্যোগী হল রাজ্য।