সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশের ভাবনা নবান্নের। ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবার বিদেশে যাওয়া নিয়েও পুঙ্খানুপুঙ্খ তথ্য চাই নবান্নের। এতদিন বিদেশে যাওয়ার জন্য শুধু নবান্ন থেকে অনুমতি নিয়ে নিলেই হত। অনুমতি পেলেই বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতেন আধিকারিকরা। কিন্তু এবার আরও কড়া নিয়ম বিদেশ যাওয়ার ক্ষেত্রে আনতে চলেছে নবান্ন। এমনই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: 'আপনি অনেক কাজ করছেন, চালিয়ে যান', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেন মুখ্যমন্ত্রী!
প্রসঙ্গত, ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন একের পর এক দুর্নীতিতে জোরকদমে তদন্তে নেমেছে, ঠিক সেই সময়ই সরকারি অফিসারদের জন্য অন্তবর্তী নির্দেশিকা জারি করেছে নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, সঠিক সময়ে সম্পত্তির হিসাব দিতে হবে সরকারি অফিসারদের।
আরও পড়ুন: হাতে 'গোপন' তথ্য, দিল্লি থেকে আসছেন বাছাই ইডি অফিসাররা! নিশানায় অভিষেক
'ইন্টার্নাল অর্ডার' জারি করে এমনই নির্দেশ দিয়েছে নবান্ন। নিয়ম থাকলেও অনেকেই সম্পত্তির হিসাব ফি বছর দিচ্ছেন না। কিছুদিন আগে ইডির তালিকায় কয়েকজন আইপিএসের নাম উঠে এসেছে। কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে ওই অফিসারদের নাম উঠে এসেছে পরপর। এরপরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সম্পত্তির হিসাব দাখিল করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এবার অফিসারদের বিদেশ সফর নিয়েও নড়েচড়ে বসল নবান্ন।