আরও দেখুন Video: ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে বুলবুল, তার মধ্যেই খুদের পায়ে ছোবল বসালো শাঁখামুটি সাপ!
শনিবার সন্ধে সাতটা। সাগরদ্বীপ ও বকখালির মাঝে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়ের গতিবেগ তখন প্রায় একশো কুড়ি কিলোমিটার। বিপর্যয়ের আঁচ করে আগে থেকেই কোমর বেঁধে নেমেছিল রাজ্য প্রশাসন। নবান্নে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। এদিন বিকেল চারটে নাগাদই কন্ট্রোল রুমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তখন উপস্থিত পুলিশ-প্রশাসনের শীর্ঘ আধিকারিকরা। নবান্নের কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপর নজর রাখেন মুখ্যমন্ত্রী।
advertisement
- ১ লক্ষ ৬৪ হাজার ৩১৫ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে
- ৩১৮টি ত্রাণশিবিরে রাখা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৩৬৫ জনকে
- দুর্গতদের জন্য ২১৫টি জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছে
- তৈরি রয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল
রাত প্রায় এগারোটা নাগাদ নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি পর্যালোচনার জন্য রাতভর সক্রিয় ছিল নবান্নের কন্ট্রোলরুম। বুলবুলের কারণে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হবে, ইতিমধ্যে সোমবার সেইসব জায়গার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বুলবুলের কারণে সেই বৈঠকও বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।