মূলত ব্যাঙ্কগুলোর তরফে যখন এসএমএস পাঠানো হয়, তখন যাতে কী স্কিমের জন্য এই টাকা পাচ্ছেন, সেই স্কিমও যাতে উল্লেখ করা হয় সেই বিষয়ে রাজ্যের অর্থ দফতরে সচিবকে দেখতে বলেন গোটা বিষয়টি বলে নবান্ন সূত্রে খবর। জেলাশাসক, বিডিও, এসডিওদের সঙ্গে বৈঠক চলাকালীন মুখ্য সচিব বলেন সরকারি স্কিমে উপভোক্ত যারা, তারা সরাসরি টাকা পাচ্ছেন। কিন্তু কী স্কিমের জন্য এই টাকা তাদের দেওয়া হচ্ছে, সেই বিষয় সম্পর্কে তাদেরও জানা প্রয়োজন। তাই গোটা বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলোর সঙ্গে অর্থ সচিবকে কথা বলতে বলেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবা দেওয়া হলেও রাজ্য সরকার যে অর্থ দিচ্ছে সেই প্রসঙ্গটি রোগীদের পরিবারকে জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তার পরপরই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যখন বিল দেওয়া হয় সেই সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত রাজ্যের তরফে একাধিক সরকারি স্কিমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা দেওয়া হয়। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী-এর মতো একাধিক সরকারি প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা দেওয়া হয়। এবার সেই স্কিমগুলোকেই জানাতে উদ্যোগী হল নবান্ন। অন্যদিকে এদিনের বৈঠকে দুয়ারে সরকার নিয়েও আলোচনা করেন মুখ্য সচিব। ৩০ এপ্রিলের মধ্যেই যাতে সব পরিষেবা দিয়ে দেওয়া যায়, সেই বিষয়েও জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা দেওয়ার সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল করেছে রাজ্য।