প্রসঙ্গত, দিন সাতেক আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলে মানস ভুঁইয়া পেয়েছেন সেচ দফতরের দায়িত্ব। পার্থ ভৌমিক সাংসদ হয়ে যাওয়ায় তাঁর ছেড়ে যাওয়া সেচ দফতরের দায়িত্ব পেয়েছেন মানস ভুঁইয়া। গুরুত্ব বেড়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের। অতিরিক্ত দায়িত্ব হিসাবে চন্দ্রিমা পেয়েছেন পরিবেশ দফতর।
আরও পড়ুন: নির্যাতিতাতে কি ‘ফলো’ করত সঞ্জয়? তদন্ত শুরু CBI-এর! যে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে…
advertisement
এছাড়া দফতর বদল হয়েছে গুলাম রব্বানীর। তিনি পরিবেশ দফতরে ছিলেন, রদবদলে এবার অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে, বাবুল সুপ্রিয় তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে ছিলেন, সেইসঙ্গে অতিরিক্ত দায়িত্ব পেলেন শিল্প পুনর্গঠন দফতরের।
অপরদিকে, সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী ছিলেন না। সেই দফতরের দায়িত্বই এবার চন্দ্রনাথ সিনহাকে দেওয়া হল।