TRENDING:

Sayan Lahiri release: মুক্তি পেলেন সায়ন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Last Updated:

মুক্তি পাওয়ার পর তাঁর পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাইকোর্টের নির্দেশ মতোই আজ জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷
শিয়ালদহ আদালত থেকে মুক্তি পেলেন সায়ন সাহিড়ি (মাঝখানে)৷
শিয়ালদহ আদালত থেকে মুক্তি পেলেন সায়ন সাহিড়ি (মাঝখানে)৷
advertisement

নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়৷ যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আজ বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ির মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ হাইকোর্টের নির্দেশ মতোই এ দিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাঙ্কশাল আদালত৷

advertisement

মুক্তি পাওয়ার পর তাঁর পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিচারের দাবিতে লড়াই চলবে৷ আমাদের যে সঙ্গীরা এখনও জেলবন্দি রয়েছেন, তাঁদেরকে ছাড়াতেও লড়াই চালিয়ে যাব আমরা৷ সঞ্জয়ের মুক্তির সময় এ দিন আদালত চত্বরে তাঁর পাশে দেখা গিয়েছে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকেও৷

আরও পড়ুন: সিভিক মানেই সঞ্জয় নয়, প্রমাণ করলেন আলি! সাক্ষী থাকল সেই রাতের কলকাতা

advertisement

যদিও আজই সায়নের জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার৷ জরুরি শুনানির জন্য মামলাটি সোমবার সুপ্রিম কোর্টে উঠতে পারে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবান্ন অভিযান সংক্রান্ত মামলায় সঞ্জয়কে মুক্তি দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে অন্য কোনও এফআইআর থাকলেও তা নিয়ে পদক্ষেপ করা যাবে না৷ এবিষয়ে রাজ্যকে হলফনামার নির্দেশও দেওয়া হয়েছে শুক্রবার। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এই হলফনামা দিতে হবে বলে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayan Lahiri release: মুক্তি পেলেন সায়ন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল