TRENDING:

Rajganj BDO Update: স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজের আর্জি, হাইকোর্টে রাজ্য

Last Updated:

প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনে জড়িত থাকার যে গুরুতর অভিযোগ উঠেছে, তাতে তাঁর দশ বছর অথবা তার বেশি কারাদণ্ড হতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার৷ গত সপ্তাহেই বারাসত জেলা জজ কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন রাজগঞ্জের বিতর্কিত বিডিও৷ এর পর বিধাননগর এসিজেএম আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন নেন তিনি৷ নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার৷
বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য৷
বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য৷
advertisement

প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনে জড়িত থাকার যে গুরুতর অভিযোগ উঠেছে, তাতে তাঁর দশ বছর অথবা তার বেশি কারাদণ্ড হতে পারে৷ অভিযোগের গুরুত্বের কথা উল্লেখ করে রাজগঞ্জের বিডিও-র আগাম জামিনের নির্দেশ খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ৷ এই মামলায় দ্রুত শুনানি চেয়ে চলতি সপ্তাহেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য সরকার৷

advertisement

গত ২৮ অগাস্ট পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেকের দত্তাবাদের দোকান থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে বিডিও প্রশান্ত বর্মন এবং তার লোকজনের বিরুদ্ধে৷ অপহরণের পর নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিডিও-র উপস্থিতিতেই ওই স্বর্ণব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ মারের চোটে ওই স্বর্ণব্যবসায়ীর মৃত্যু হলে তাঁর দেহ নিউ টাউনের যাত্রাগাছি এলাকায় ফেলে আসা হয়৷

advertisement

নিজের বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করতে গিয়েই বিডিও এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করে নিহত স্বর্ণব্যবসায়ীর পরিবার৷ তদন্তে নেমে একে একে বিডিও ঘনিষ্ঠ এবং এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সূত্রের খবর, স্বর্ণব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে একাধিক জোরাল তথ্যপ্রমাণ হাতে পেয়েছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ীর অভাব দূরীকরণে পাড়ার 'দাদু'দের হৃদয়স্পর্শী পদক্ষেপ মালদহে!
আরও দেখুন

যদিও প্রথম থেকেই এই ঘটনায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত বিডিও৷ যদিও তাঁর বয়ানে একাধিক অসঙ্গতিও ধরা পড়েছে৷ শেষ পর্যন্ত বেশ কয়েকদিন অন্তরালে থাকার পর বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান প্রশান্ত বর্মন৷ সেই জামিনের আর্জি মঞ্জুরও হয়ে যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajganj BDO Update: স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজের আর্জি, হাইকোর্টে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল