সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে। ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ইতিমধ্যেই আইনজীবীদের আলোচনা শুরু। এসএসসি নবম-দশম ও গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের।
advertisement
আরও পড়ুন: কংগ্রেসকে বিরাট ধাক্কা, হার্দিক প্যাটেলকে নিয়ে দেশজুড়ে শোরগোল! এবার কী হবে?
এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন দফতরের আধিকারিকদের সঙ্গে। আজই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ লক্ষ্মী টুংগার দায়ের করা মামলায় এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: নিম্নমুখী হচ্ছে বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে সাবধান! এগুলি মাথায় রাখুন..
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি। কারণ এত বড় মাপের দুর্নীতি নাম জড়ানো কেউ মন্ত্রিসভায় থাকুক, তা ভাল দৃষ্টান্ত তৈরি করে না৷