পরিবহণ বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, ১ লিটার ডিজেলে বাস চলে ৯ কিমি। ১ কেজি সিএনজি'তে বাস যাবে ১৩ কিমি। ফলে দূষণ বিহীন ও অর্থনৈতিক ভাবে লাভজনক হতে চলেছে এই সিএনজি পরিচালিত বাস চলাচল। এ দিন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই জানাতে পারে রাজ্য সরকার৷ পরিবহণমন্ত্রী আগেই জানিয়েছেন, বাস ভাড়া না বাড়িয়ে বিকল্প উপায়ে মালিকদের আয় বৃদ্ধির কথা ভেবেছে রাজ্য সরকার৷ ডিজেলের পরিবর্তে রাজ্যে চালু বেসরকারি বাসগুলিকে সিএনজি বা ব্যাটারি চালিত করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছন ফিরহাদ হাকিম৷
advertisement
আরও পড়ুন: BJP-র অন্দরে বিড়ম্বনা বাড়ল শুভেন্দু অধিকারীর, এবার পদত্যাগ হাওড়া জেলা সম্পাদকের!
রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির কথা না বললেও প্রায় সব বেসরকারি বাস রুটেই মালিকরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নিয়েছেন ৷ যাত্রীদের থেকে ইচ্ছেমতো ভাড়াও নেওয়া হচ্ছে৷ পরিবহণমন্ত্রীর অবশ্য দাবি, তাঁর অনুরোধে সায় দিয়েছেন বাস মালিকরা৷ পরিবহণমন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারি এবং পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছেন৷
আরও পড়ুন: নরকগুলজার, BJP-তে শুধুই ঝগড়া আর টাকা চাওয়া! তৃণমূলে মুখপত্রে বিস্ফোরক গেরুয়া প্রার্থী
এই অবস্থায় বাস ভাড়া বাড়ালে মানুষের সমস্যা আরও বাড়বে৷ ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে আর পাল্লা দিয়ে বাস ভাড়া বাড়ানো হবে, এটা সমাধান হতে পারে না৷ তাই আমরা স্থায়ী সমাধানের কথা ভাবছি৷ সেই কারণেই বাস মালিকদের অনুরোধ করেছি তাঁরা যাতে আর কিছুদিন ধৈর্য ধরেন৷'পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের বেসরকারি বাসগুলিকে সিএনজি অথবা ব্যাটারি চালিত করে তোলার জন্য পুণে থেকে একজন বিশেষজ্ঞকে নিয়ে আসা হচ্ছে৷ এর পাশাপাশি সিএনজি সরবরাহকারী সংস্থার সঙ্গেও কথা বলা হচ্ছে৷ পরিবহণমন্ত্রীর দাবি, রাজ্যের এই উদ্যোগ সফল হলে বাস ভাড়া নিয়ে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব৷ আগামী বছরের মধ্যেই ডিজেল চালিত বাসগুলিকে সিএনজি বা ব্যাটারিচালিত করে তোলা যাবে বলেও আশাবাদী পরিবহণমন্ত্রী৷