আরও পড়ুন– ২০২৩-এ আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, নতুন বছরের শুরুতেই কি পারদ পতন? জেনে নিন
নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর পিএসসি-কে প্রস্তাব পাঠাবে রাজ্য দমকল দফতর। তারপরেই পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। লোকসভা ভোটের আগেই পাবলিক সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দমকল দফতরে এত সংখ্যক শূন্য পদে নিয়োগের প্রস্তাব এদিন সিদ্ধান্ত নেওয়া হলেও ভূমি ও ভূমি রাজস্ব দফতরেও একাধিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- রাশিফল ২৮ ডিসেম্বর; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিএলআরও অফিস গুলিতে কর্মী সংখ্যা কম। তাই চুক্তিভিত্তিক ৪২৭ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মূলত বিএলআরও এবং এসএলআরও অফিসগুলিতে জেলায় জেলায় এই নিয়োগ হবে বলেই রাজ্য মন্ত্রিসভার সদস্য মানস ভুইয়া মন্ত্রিসভার বৈঠক শেষে এ দিন জানান। পাশাপাশি বিভিন্ন জেলার জেলা পরিষদের অধীনে এতদিন ইঞ্জিনিয়ারদের একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হতো। কিন্তু এবার থেকে তাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ হলেও তাদের চাকরি জীবনে ট্রান্সফার বা অন্য জেলায় গিয়েও যাতে কাজ করতে পারে, তার জন্য এই দিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
