এর পাশাপাশি কাল থেকেই সমস্ত সরকারি, বেসরকারি অফিসে ফের ঘুরিয়ে ফিরিয়ে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ কাল থেকেই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে৷ পাশাপাশি বন্ধ হচ্ছে সুইমিং পুল, স্পা, সেলুন, জিম, বিউটি পার্লার, ওয়েলনেস সেন্টার৷ লন্ডন সহ ইউকে থেকে কলকাতায় আসা সমস্ত বিমানও আগামিকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে৷
advertisement
রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, আগামিকাল থেকেই সমস্ত হোটেল, রেস্তোরাঁ, পানশালা, শপিং মল পঞ্চাশ দর্শক এবং ধারণ ক্ষমতা নিয়ে চালু রাখা যাবে৷ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খুলে রাখা যাবে শপিং মল৷ তবে রাত দশটা বাজলেই এই হোটেল, রেস্তোরাঁ, পানশালা বন্ধ করে দিতে হবে৷ রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ নিয়েও কঠোর অবস্থান নিচ্ছে রাজ্য প্রশাসন৷ গণপরিবহণ এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনের চলাচলের ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷
সমস্ত বাজারের ক্ষেত্রেও কঠোর ভাবে করোনা বিধি মানতে হবে৷ ক্রেতা বিক্রেতারা মাস্ক না পরলে বা শারীরিক দূরত্ব না মানলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ, প্রশাসন৷ তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে হোম ডেলিভারি৷
আরও পড়ুন: থিকথিকে ভিড়ে বাড়ছে করোনার বিপদ, দিঘায় কড়া দাওয়াই প্রশাসনের
বিয়ে বাড়ি বা যে কোনও সামাজিক অনুষ্ঠানে সর্বাধিক পঞ্চাশ শতাংশ জনসমাগম করার অনুমতি দেওয়া হয়েছে৷ মিটিং বা কনফারেন্সে প্রেক্ষাগৃহের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ মানুষ অথবা সর্বাধিক দুশো জন জন উপস্থিত থাকতে পারবেন৷
মুখ্যসচিব জানিয়েছেন, আপাতত দুয়ারে সরকার কর্মসূচি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য প্রশাসন৷