শহর হোক বা গ্রাম। বর্জ্য সমস্যা সর্বত্রই। শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামেও জনসংখ্যা বাড়ছে। তৈরি হচ্ছে বহুতল। দ্রুত বদলে যাওয়া বহু পঞ্চায়েতেই বাড়ছে ভ্যাটের সংখ্যা। সেই সঙ্গে চাপ বাড়ছে বর্জ্যের। ভ্যাটে জমা বর্জ্য বা গ্রাম সংলগ্ন মাঠে বর্জ্যের পাহাড় জমে যাওয়া। এবার এই ছবিটা বদলাতে উদ্যোগী রাজ্য সরকার। কঠিন বর্জ্য ফেলে না রেখে, তা ব্যবহারের উপযোগী করার চিন্তা-ভাবনা বহুদিন ধরেই চলছিল। এবার গ্রামের বর্জ্য ফেলে না রেখে তা থেকে সার তৈরির অভিনব উদ্যোগ নিল রাজ্য পঞ্চায়েত দফতর।
advertisement
ভ্যাট থেকে বর্জ্য সংগ্রহ করে বেসরকারি সার কারখানায় পৌঁছে দিতে হবে। তার বিনিয়মে মিলবে টাকা। বেসরকারি সার কারখানার গুলির সঙ্গে সেই মতো চুক্তি করতে চলছে পঞ্চায়েত দফতর। জানুয়ারি মাসেই চারটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হবে। নতুন এই উদ্যোগের ফলে প্রায় তিন লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী দফতরের কর্তারা।