সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের সংখ্যায় দেশে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ ৷ এতদিন এই রেকর্ড ছিল উত্তরপ্রদেশের ৷ অষ্টম শ্রেণি পাশ করলেই যে পরীক্ষায় বসা যায়, সেখানে এবার আবেদন করেছেন মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, স্নাতক-স্নাতকোত্তর এমনকী, পিএইচডি ডিগ্রিধারীরাও ! যা নিঃসন্দেহে একটা রেকর্ডই বটে ৷ পশ্চিমবঙ্গে এতদিন রেকর্ড ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৷ চার বছর আগে সেই পরীক্ষায় সাড়ে ৩৪ হাজার শূন্যপদের জন্য আবেদন করেছিলেন ১৭ লক্ষ ৫১ হাজার পরীক্ষার্থী ৷ উত্তরপ্রদেশে দু’বছর আগে ৩৬৮টি পিওন পদের জন্য আবেদন করেছিলেন ২৩ লক্ষ প্রার্থী ৷ এবার সেই রেকর্ডও ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ ৷ রাজ্যে গ্রুপ-ডি পদের পরীক্ষায় আবেদন করেছেন ২৫ লক্ষ চাকরিপ্রার্থী ৷
advertisement
গ্রুপ ‘ডি’ বোর্ড গঠনের পর এটাই প্রথম নিয়োগ পরীক্ষা ৷ সরকারি চাকরির প্রতি মানুষের চাহিদা দিন দিন কত বাড়ছে, এই পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা দেখলেই তা বোঝা সম্ভব ৷ এই পদের জন্য নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ৷ এছাড়া ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন ৷ এই পরীক্ষার জন্য কোনও ফি ধার্য করা হয়নি ৷ এটাও গ্রুপ ডি পদে বিপুল দরখাস্তের পিছনে অন্যতম কারণ ৷