তাড়া করছে আর্সেনিক আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে হুগলি, নদিয়া থেকে উত্তর দিনাজপুর। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারের সমীক্ষায় উঠে এল এই আশঙ্কাজনক তথ্য।
১১ টি জেলার ১০৪ টি ব্লক আর্সেনিক মুক্ত হয়নি
প্রতি লিটারে .১ মিলিগ্রাম আর্সেনিক আশঙ্কাজনক ধরেই এই সমীক্ষা
রাজ্যের ৫ টি জেলায় আর্সেনিকের প্রবণতা আশঙ্কাজনক
জেলাভিত্তিক তথ্য থেকেও উঠে আসছে আশঙ্কাজনক ছবি।
advertisement
পূর্ব বর্ধমান
--
আর্সেনিক আক্রান্ত ব্লক - ৬
৫ লক্ষ ৭০ হাজার ৫০০ মানুষ আর্সেনিক প্রবণ
২ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ জনকে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করা গিয়েছে
---
মালদা -
আর্সেনিক আক্রান্ত ব্লক - ৮
২০ লক্ষ ১৫ হাজার ৬৬৩ মানুষ আর্সেনিক প্রবণ
১ লক্ষ ৬৯ হাজার ৮৭৩ জনকে পরিশুদ্ধ জল দেওয়া যায়নি
---
মুর্শিদাবাদ
আর্সেনিক আক্রান্ত ব্লক - ২৩
আর্সেনিক প্রবণ ৫২ লক্ষ ৮৭ হাজার ৩৬৫ জন মানুষ
৯০ শতাংশ মানুষই বিপদসীমার মধ্যে
----
উত্তর দিনাজপুর
আক্রান্ত ব্লক -- ১০
৮৩ শতাংশ মানুষ আক্রান্ত
--
রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে। অস্বাভাবিক হারে জলস্তর কমলে বাড়বে আর্সেনিকের বিপদ। উন্নত দেশ বাদে গোটা বিশ্বেই ছবিটা একইরকম। পরিশুদ্ধ জল সরবারহ নিশ্চিত করতেই তাই ভরসা উন্নত প্রযুক্তি। আর্সেনিকের বিপদকে সঙ্গী করে বাঁচাটাই তাই ভবিতব্য বহু মানুষের।