TRENDING:

Election 2024: সন্দেশখালি থেকে শিক্ষা? কমিশন আসার আগেই পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে রাজীব

Last Updated:

Election 2024: ভবানী ভবনে বৈঠকে বসলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসার আগে প্রতিটি জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে এ দিন বৈঠকে বসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে যোগ দিতে ৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরপর ৪ মার্চ সকালে বাংলার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন কমিশন কর্তারা। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কমিশনের। তার আগে আজ শনিবার ভবানী ভবনে বৈঠকে বসলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রতিটি জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে এ দিন বৈঠক করেন তিনি।
ডিজি রাজীব কুমার। সংগৃহীত ছবি।
ডিজি রাজীব কুমার। সংগৃহীত ছবি।
advertisement

রাজীব কুমার আজ ভবানী ভবনে সিপি, এসপিদের নিয়ে বৈঠকে বসেন। সূত্রের খবর, ফুল বেঞ্চ রাজ্যে আসার আইনশৃঙ্খলার দিকে আরও কড়া নজর দেওয়ার নির্দেশ দেন ডিজি। এলাকায় এলাকায় ঘুরে নজরদারি চালাতে বলেন। পাশাপাশি, নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টায় কাঁপিয়ে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি! রবিবারও চলবে আবহাওয়ার খেলা! বৃষ্টি কমবে কবে? বড় আপডেট দিল আলিপুর

advertisement

সূত্রের খবর, এলাকায় অশান্তি হলে সেই এলাকায় দ্রুত পৌঁছে প্রয়োজনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবে বরদাস্ত নয়, তাও কড়াভাবে বুঝিয়ে দেন। উল্লেখ্য, এ দিনের বৈঠকে পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা ছাড়াও রাজ্য পুলিশের আরও কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।

advertisement

এ দিকে, ৭ মার্চের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ মার্চের মধ্যে, ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৭ মার্চের মধ্যে রাজ্যে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে, এমনটা  আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জানানো হয়েছিল। এ বারে ৭ মার্চের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে কমিশনকে ইঙ্গিত দেওয়া হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election 2024: সন্দেশখালি থেকে শিক্ষা? কমিশন আসার আগেই পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে রাজীব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল