রাজীব কুমার আজ ভবানী ভবনে সিপি, এসপিদের নিয়ে বৈঠকে বসেন। সূত্রের খবর, ফুল বেঞ্চ রাজ্যে আসার আইনশৃঙ্খলার দিকে আরও কড়া নজর দেওয়ার নির্দেশ দেন ডিজি। এলাকায় এলাকায় ঘুরে নজরদারি চালাতে বলেন। পাশাপাশি, নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেন।
advertisement
সূত্রের খবর, এলাকায় অশান্তি হলে সেই এলাকায় দ্রুত পৌঁছে প্রয়োজনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবে বরদাস্ত নয়, তাও কড়াভাবে বুঝিয়ে দেন। উল্লেখ্য, এ দিনের বৈঠকে পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা ছাড়াও রাজ্য পুলিশের আরও কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।
এ দিকে, ৭ মার্চের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ মার্চের মধ্যে, ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৭ মার্চের মধ্যে রাজ্যে আসতে পারে বলেই কমিশন সূত্রে খবর। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে, এমনটা আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জানানো হয়েছিল। এ বারে ৭ মার্চের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে কমিশনকে ইঙ্গিত দেওয়া হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়