রাজ্যে গত ২৪ ঘন্টায় ৮৬০ করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। তবে গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ৪১,১১৩ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৮৬০ জন পজিটিভ। অর্থাৎ রাজ্যে করোনা পজিটিভিটি রেট ২.০৯%। গত কয়েকদিন ধরে এটাই একমাত্র একটু আশার আলো দেখাচ্ছে যে, এই পজিটিভিটি রেট কিছুটা হলেও কমের দিকে।
advertisement
আরও পড়ুন: ফের বৃষ্টি আসছে বঙ্গে, শীতের আমেজের মধ্যে হাওয়া অফিসের সতর্কবার্তা
তবে রাজ্যের মধ্যে যথারীতি সবাইকে ছাপিয়ে শহর কলকাতা করোনা আক্রান্তের নিরিখে সবথেকে বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৭৬ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা কি ভিন রাজ্যে? মমতা-শুভেন্দু দ্বৈরথে সব নজর ১৫ নভেম্বরের দিকে
অন্যদিকে হুগলি জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৭২ জন। কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত হয়েছে ৫১ জন। নদীয়া জেলায় আক্রান্ত হয়েছে ৩৪ জন এবং মৃত্যু হয়েছে একজনের। পিছিয়ে নেই পশ্চিম বর্ধমান জেলা, সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩২ জন।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ের অবস্থা সবথেকে খারাপ। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪৪ জন, মৃত্যু হয়েছে একজনের। এর পরেই স্থান দক্ষিণ দিনাজপুরের সেখানে করোনা আক্রান্ত হয়েছে ২০ জন।গোটা রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্তের সংখ্যা উত্তর দিনাজপুর জেলায় সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ২ জন।