TRENDING:

West Bengal Covid Guidelines: প্রেক্ষাগৃহে বাড়ল দর্শক, আউটডোর শুটিংয়েও মিলল অনুমতি! রাজ্যে করোনা বিধিনিষেধে একগুচ্ছ ছাড়

Last Updated:

West Bengal Covid Guidelines: আউটডোরে করা যাবে সিনেমা ও সিরিয়ালের শুটিং। পাশাপাশি সিনেমা হলে ৭০ শতাংশ দর্শক বসার অনুমতি দেওয়া হল নয়া বিজ্ঞপ্তিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যে বিধিনিষেধে ছাড়: সিনেমা হলে ৭০% দর্শক
রাজ্যে বিধিনিষেধে ছাড়: সিনেমা হলে ৭০% দর্শক
advertisement

আরও পড়ুন: আর স্টাফ স্পেশ্যাল নয়, লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা করল নবান্ন

আজ এই বিজ্ঞপ্তিতে (West Bengal Covid Guidelines) বিনোদন জগতের ছাড়ের কথা ঘোষণা করা হয়। সেখানেই জানানো হয়, করোনাবিধি মেনে আউটডোরে সিনেমা ও সিরিয়ালের শুটিং(Cinema Halls and outdoor shooting) করা যাবে এবার থেকে। সেখানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি স্যানিটাইজেশনের ব্যবস্থাও থাকতে হবে।

advertisement

এবার সিনেমা হলের ক্ষেত্রেও ছাড় (West Bengal Covid Guidelines) দেওয়া হয়েছে। ইতিপূর্বে লকডাউন শেষে হল খোলার পর থেকে ৫০ শতাংশ দর্শক বসার অনুমতি ছিল। তাও এদিন বাড়িয়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, সিনেমা হল, থিয়েটার, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, বাজার, রেস্তরাঁ, স্পা, জিমের ৭০ শতাংশ মানুষ থাকতে পারবে (Cinema Halls and outdoor shooting)। তা রাত এগারোটা পর্যন্ত খোলা রাখা যাবে।

advertisement

অতিমারীর জেরে ২০২০ সালের মার্চ মাস থেকে করোনার (Coronavirus) প্রকোপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিনোদন ইন্ডাস্ট্রি। সেই সময় বেশ কিছুদিন টলিপাড়ার শুটিং বন্ধ ছিল। বহুদিন পর শুটিং ফ্লোরের দরজা খোলে। কিন্তু অতিমারী আবহে আউটডোরে শুটিং করার অনুমতি মেলেনি। এতদিনে সেই অনুমতি দেওয়া হল। তাই স্বভাবতই খুশির মেজাজ টলিপাড়ায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, সিনেমা হলের দর্শকসংখ্যা বাড়ানোয় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বহুদিন সিনেমা হলের দরজা বন্ধ থাকার পর তা খোলা হলেও পঞ্চাশ শতাংশ দর্শক বসার অনুমতি দেওয়া হয়। তাতেও ফল মিলেছে। পুজোর সময় একধিক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। মাত্র সাতদিনেই ২ কোটির বেশি ব্যবসা করেছে দেবের ‘গোলন্দাজ’, আবার অঙ্কুশের ‘এফ আই আর’-ও ভাল ব্যবসা করেছে। সবমিলিয়ে বিনোদন জগতের বড় লাভ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid Guidelines: প্রেক্ষাগৃহে বাড়ল দর্শক, আউটডোর শুটিংয়েও মিলল অনুমতি! রাজ্যে করোনা বিধিনিষেধে একগুচ্ছ ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল