রাজ্যে মাঝে বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর উপরে থাকছিল। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০৫ জন, সেটা আজ আরও কিছুটা কমে হয়েছে ৬৬৮ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ১৩ জন ছিল, সেটা আজ কমে ১২ জন হয়েছে। তবে ব্যতিক্রমী ভাবে গত বেশ কয়েকদিন আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি থাকছিল, সেটা আজ আবার বিপরীত অর্থাৎ সুস্থ হওয়ার ছেয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলো। আজ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৬৭৫ জন। বর্তমানে রাজ্যের সক্রিয় করণা আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজারের নিচে নেমে ৭ হাজার ৭১২ জন। তবে উদ্বেগ বাড়িয়ে গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ৩৭ হাজার ২৭৫ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৬৬৮ জন করোনা পজিটিভ। রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের 1.93%% থেকে কিছুটা কমে 1.79% হলো।
advertisement
আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ? আগামী মাসেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র
রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন, যেখানে বারবার করে বলা হচ্ছে, আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে রাজ্যে এখন এতটাই কম করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকছে। এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
রাজ্যের মধ্যে যথারীতি করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতা করোনা আক্রান্তের ক্ষেত্রে সবথেকে বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৭২ জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় গতকালের থেকে বেশ কিছুটা বেড়ে ১৩১ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে এক ধাক্কায় ৪ জনের।
আরও পড়ুন: ওমিক্রন সতর্কতা তুঙ্গে! আন্তর্জাতিক যাত্রীদের জন্য জারি কেন্দ্রের নতুন গাইডলাইন, জানুন বিশদে...
নতুন করে কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত কিছুটা কমে হয়েছে ৪৩ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৪৭ জন, মৃত এক জন। অন্যদিকে হুগলি জেলাতেও করোনা আক্রান্ত হয়েছে ৬০ জন, মৃত্যু হয়েছে এক জনের। নদিয়া জেলায় আজ আবার আগের থেকে কিছুটা বেড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন,করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২ জন। তবে নতুন করে আবার আতঙ্ক বাড়িয়ে হঠাৎ করেই বীরভূম জেলায় আজ করোনা আক্রান্ত এক ধাক্কায় বেড়ে ৩৬ জন হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাও পিছিয়ে নেই,সেখানে আজ আক্রান্ত হয়েছে ৩৩ জন।
তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি অনেকটাই ভালো। সেখানে জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক, আজ সেখানে করোনা আক্রান্ত ১৫ জন। দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্ত ১২ জন। অন্যদিকে, কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা আজ ১২ জন হয়েছে। এরপরই দার্জিলিং জেলায় আজ অনেকটা কমে আক্রান্ত হয়েছে ১০ জন,মৃত্যু হয়েছে ১ জনের। আজ রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায়।সেখানে আজ মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছে। এরপর ঝাড়গ্রাম জেলায় ৩ জন করনা সংক্রামিত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলাতে সবথেকে কম আক্রান্ত হয়েছে আজ। সেখানে আজ আক্রান্তের সংখ্যা মাত্র দুই জন। এরপর কালিম্পং জেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছে।