ক্রমশ ফাঁস হচ্ছে রহস্য। আর তাতেই বাড়ছে আতঙ্ক। ভাগাড়ের মৃত পশুর মাংস পাচারের ঘটনায় তদন্তে নেমে শুরুতেই কড়া পদক্ষেপ পুলিশের। এখনও পর্যন্ত গ্রেফতার হানি সিং সহ ৯ জন। তাদের জেরায় উঠে এসেছে বিদেশী রাষ্ট্রের যোগ। পাচারকারীরা মরা পশুর মাংস প্যাকেটজাত করে পাচার করত প্রতিবেশী নেপাল ও বাংলাদেশে। শুধু তাই নয়। রাজ্যের সীমানা ছাড়িয়ে পাচারের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের বাজারও। মরা পশুর মাংস পাচার আটকাতে এবার আরও কড়া পদক্ষেপ নবান্নের।
advertisement
পাচার আটকাতে ..
আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি
সতর্ক করা হয়েছে সীমান্ত জেলার থানাগুলিকে
পণ্য বোঝাই লরিতে চিরুনি তল্লাশি
চেকপোস্টগুলিকে সতর্ক থাকার নির্দেশ
আন্তঃরাজ্য সীমানায় নজরদারি বাড়াতে হবে
পাচার রুখতে পেট্রলিং বাড়াতে হবে
এই পথেই ভাগাড়ের মৃত পশুর মাংস ভিন দেশ বা রাজ্যে পাচার আটকানো সম্ভব বলে মনে করে নবান্ন।