TRENDING:

West Bengal By Election 2021: পুজো শেষে ভোট পুজো! মণ্ডপে মণ্ডপে জনসংযোগ সারলেন তৃণমূলের এই দুই প্রার্থী...

Last Updated:

* আগামীকাল থেকেই ফের শুরু হবে ভোটের লড়াই। তার আগে নিখাদ আড্ডা দিলেন দুই তৃণমূল প্রার্থী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : দশমী, শাস্ত্র মতে পুজো শেষ। তবে কয়েক জনের কাছে পুজো এখনও রয়ে গিয়েছে। কিন্তু সেটা দুর্গা পুজো নয়। সেটা ভোট পুজো (West Bengal By Election 2021)৷ আর এই পুজোয় সবচেয়ে বেশি নজর কাড়ছেন তৃণমূলের দুই প্রার্থী(West Bengal By Election 2021)। খড়দহের শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay) ও দিনহাটার উদয়ন গুহ(Udayan Guha)। দু'জনকেই একই বছরে, কয়েক মাসের ব্যবধানে ভোটের লড়াইয়ে নামতে হয়েছে। এবার পুজো শেষে সেই ভোট পুজোর তোড়জোড়।
ভোটপুজোর প্রস্তুতিতে প্রার্থীরা
ভোটপুজোর প্রস্তুতিতে প্রার্থীরা
advertisement

শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay) ভবানীপুর আসন থেকে জেতেন। তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। তাঁকে লড়তে পাঠানো হয়েছে খড়দহে (West Bengal By Election 2021)। যেখানে তৃণমূল জিতেছিল বাংলার বিধানসভা ভোটে। অপর জন মাত্র ৫৭ ভোটে হেরে যান নিকটতম বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে (West Bengal By Election 2021)। সাংসদ নিশীথ প্রামাণিক অবশ্য বিধানসভা থেকে পদত্যাগ করেন৷ আপাতত তিনি কোচবিহারের সাংসদই।

advertisement

আরও পড়ুন : জোড়া নিম্নচাপের হুঙ্কার! বাংলায় ফের ধেয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সতর্কতা আবহাওয়া দফতরের...

আপাতত দুর্গা পুজোর আবহে দুই দীর্ঘ দিনের রাজনীতিবিদ চুটিয়ে জনসংযোগ সারলেন।অনেকেই বলেন ক্লাসের প্রথম ছাত্রকে পরীক্ষার আগে পড়তে হয় না। সারা বছর ধরেই সে পড়াশোনা করে৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের ভূমিকা সেই রকমই বলে জানান তার সতীর্থরা৷ গত জুন মাস থেকেই তিনি (Sovandeb Chattopadhyay) পড়ে আছেন খড়দহে। নিয়ম করে প্রতিদিন সেরেছেন জনসংযোগ। তবে পুজো একটা আলাদা অধ্যায়। যেখানে অনেক মানু্ষকে একসাথে পাওয়া যায়৷ তাই জনসংযোগ সেরে নেন সব নেতা-নেত্রীরাই।

advertisement

শোভনবাবু (Sovandeb Chattopadhyay) জানাচ্ছেন, "সারা বছর আমাদের দল মানুষের পাশে থাকে। আমাদের নতুন করে সময় ধরে জনসংযোগ করতে হয় না। খড়দহের প্রায় প্রতিটি মানুষের কাছে পৌছেছি। আগামী দিনেও সেই প্রচেষ্টা জারি থাকবে।" পুজোয় খড়দহ জুড়ে জনসংযোগ (West Bengal By Election 2021) সারলেও বাদ দেননি পুজোর উপাচারে। তাই অষ্টমীতে এসে হাজরা পার্কে আরতি করেছেন।

advertisement

আরও পড়ুন : দূষণে 'না'! পরিবেশ রক্ষায় প্রতিমা বিসর্জনে অভিনব পথ দেখাচ্ছে কলকাতা পুরসভা...

আর একজন হলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহ। গত নির্বাচনে মাত্র ৫৭ ভোটে তিনি হেরে যান। গত বারের ফল বদলে দিতে এবার উঠে পড়ে নেমে পড়েছেন উদয়ন গুহ। মহাষষ্ঠী থেকে মহা নবমী অবধি তিনি দৌড়ে বেরিয়েছেন একাধিক পুজো মন্ডপে। তবে কোথাও কোনও রাজনৈতিক কর্মসূচী গ্রহণ করেননি। কখনও নিছক আড্ডা দিয়েছেন। কখনও আবার দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আজ দশমী মিটলেই আগামীকাল থেকে ফের তিনি শুরু করে দেবেন প্রচার। পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়বেন রাজনৈতিক কাজে। ভেটাগুড়ি,নাজিরহাট, বুড়িরহাট, চৌধুরীহাট, বামনহাট, বড়শাকদল,সাহেবগঞ্জ, পুটিমারি গ্রামে তিনি ছুটে গিয়েছেন। গ্রামের পুজোতেও পাশে থাকার বার্তা দিয়েছেন৷ উদয়ন গুহ অবশ্য বলছেন, "উৎসবের দিন সকল মানুষ খুশিতে থাকুক। প্রচার পরে, এখন শুধুই আনন্দ।"

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2021: পুজো শেষে ভোট পুজো! মণ্ডপে মণ্ডপে জনসংযোগ সারলেন তৃণমূলের এই দুই প্রার্থী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল