TRENDING:

West Bengal by elections: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা

Last Updated:

২০২১-এর পর রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বৃদ্ধিই পেয়েছে৷ শনিবারের আগে পর্যন্ত সরকারি ভাবে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ২১৫৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২১-এ দুশো পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল বিজেপি৷ শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছিল ৭৭-এ৷ কিন্তু ২০২১-এর পর রাজ্য বিধানসভায় বৃদ্ধির বদলে বরং দিন দিন কমছে বিজেপি বিধায়কদের সংখ্যা৷ শুধু দলবদল নয়, নিজেদের হাতে থাকা একের পর এক বিধানসভাও পর পর উপনির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের৷ তাতে সর্বশেষ সংযোজন আলিপুরদুয়ারের মাদারিহাট৷
কী দাঁড়াল রাজ্য বিধানসভার সমীকরণ?
কী দাঁড়াল রাজ্য বিধানসভার সমীকরণ?
advertisement

বিধানসভায় বিজেপি-র ক্ষয়

এর আগে নিজেদের দখলে থাকা রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং ধুপগুড়ি আসনগুলিও উপনির্বাচনে তৃণমূলের কাছে হেরেছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর পরই কোচবিহার এবং শান্তিপুরের উপনির্বাচনেও হারে বিজেপি৷ সবমিলিয়ে গত তিন বছরে নিজেদের দখলে থাকা সাতটি আসন হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের৷ ফলে সরকারি ভাবে রাজ্য বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৭৭ থেকে কমে ৭০ হয়েছে৷

advertisement

যদিও খাতায় কলমে ৭০ হলেও বাস্তবে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা আরও কম৷ কারণ ২০২১-এর পর আরও চার বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে সরকারি ভাবে ৭০ হলেও আসলে বিধানসভায় বিজেপির হাতে ৬৬ জন বিধায়কের সমর্থন রয়েছে৷

আরও পড়ুন: শক্ত ঘাঁটিতেও শূন্য বিজেপি! কোন কৌশলে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল?

advertisement

বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা কত দাঁড়াল?

অন্যদিকে ২০২১-এর পর রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বৃদ্ধিই পেয়েছে৷ শনিবারের আগে পর্যন্ত সরকারি ভাবে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ২১৫৷ শনিবার ৬টি আসনে জয় পাওয়ার পর তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২২১৷ এর সঙ্গে যুক্ত হয়েছে আরও পাঁচ দল বদলু বিধায়কের সমর্থন৷ যাঁরা অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে তাঁদের ধরলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২৬৷

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কোন পাঁচ বিধায়ক দল বদল করে তৃণমূলে এসেছেন-

কৃষ্ণনগর উত্তর- মুকুল রায় (বিজেপি)

কোতুলপুর- হরকালি প্রতিহার (বিজেপি)

আলিপুরদুয়ার- সুমন কাঞ্জিলাল (বিজেপি)

বিষ্ণুপুর- তন্ময় ঘোষ (বিজেপি)

সাগরদিঘি- বায়রন বিশ্বাস (কংগ্রেস)

এই মুহূর্তে বিজেপি বাদে বিরোধী শিবিরের বিধায়ক বলতে রাজ্য বিধানসভায় রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ এ ছাড়াও রয়েছেন নির্দল বিধায়ক রুদেন সদা লেপচা৷

advertisement

২৯৪ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় শুক্রবারের পর কোন দলের বিধায়ক সংখ্যা কত? (দল বদলুদের বাদ দিয়ে)

তৃণমূল- ২২১

বিজেপি- ৭০

আইএসএফ-১

কংগ্রেস-১

নির্দল-১

সেরা ভিডিও

আরও দেখুন
পাঁচতালার উপর আটকে...কাকে উদ্ধার করতে এল দমকল জানেন? ঘটনা শুনলে বিশ্বাসই হবে না
আরও দেখুন

গত তিন বছরে রাজ্য বিধানসভায় শাসক বিরোধী সবার সংখ্যাই বেড়েছে অথবা কমেছে৷ শূন্য থেকে ১ হয়েছে কংগ্রেসও৷ যদিও সাগরদিঘি থেকে ভোটে জেতা সেই বায়রন বিশ্বাসও দল বদলে তৃণমূলে নাম লিখিয়েছেন৷ শুধু শূন্যেই আটকে রয়েছে বামেরা৷ আরজি কর আন্দোলনে মরিয়া হয়ে পথে নামলেও শেষ পর্যন্ত ভোটের ময়দানে বামেদের দুর্দশা কিছুতেই কাটছে না৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল