TRENDING:

West Bengal by elections: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা

Last Updated:

২০২১-এর পর রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বৃদ্ধিই পেয়েছে৷ শনিবারের আগে পর্যন্ত সরকারি ভাবে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ২১৫৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২১-এ দুশো পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল বিজেপি৷ শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছিল ৭৭-এ৷ কিন্তু ২০২১-এর পর রাজ্য বিধানসভায় বৃদ্ধির বদলে বরং দিন দিন কমছে বিজেপি বিধায়কদের সংখ্যা৷ শুধু দলবদল নয়, নিজেদের হাতে থাকা একের পর এক বিধানসভাও পর পর উপনির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের৷ তাতে সর্বশেষ সংযোজন আলিপুরদুয়ারের মাদারিহাট৷
কী দাঁড়াল রাজ্য বিধানসভার সমীকরণ?
কী দাঁড়াল রাজ্য বিধানসভার সমীকরণ?
advertisement

বিধানসভায় বিজেপি-র ক্ষয়

এর আগে নিজেদের দখলে থাকা রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং ধুপগুড়ি আসনগুলিও উপনির্বাচনে তৃণমূলের কাছে হেরেছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর পরই কোচবিহার এবং শান্তিপুরের উপনির্বাচনেও হারে বিজেপি৷ সবমিলিয়ে গত তিন বছরে নিজেদের দখলে থাকা সাতটি আসন হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের৷ ফলে সরকারি ভাবে রাজ্য বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৭৭ থেকে কমে ৭০ হয়েছে৷

advertisement

যদিও খাতায় কলমে ৭০ হলেও বাস্তবে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা আরও কম৷ কারণ ২০২১-এর পর আরও চার বিজেপি বিধায়ক দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে সরকারি ভাবে ৭০ হলেও আসলে বিধানসভায় বিজেপির হাতে ৬৬ জন বিধায়কের সমর্থন রয়েছে৷

আরও পড়ুন: শক্ত ঘাঁটিতেও শূন্য বিজেপি! কোন কৌশলে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল?

advertisement

বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা কত দাঁড়াল?

অন্যদিকে ২০২১-এর পর রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বৃদ্ধিই পেয়েছে৷ শনিবারের আগে পর্যন্ত সরকারি ভাবে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ২১৫৷ শনিবার ৬টি আসনে জয় পাওয়ার পর তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২২১৷ এর সঙ্গে যুক্ত হয়েছে আরও পাঁচ দল বদলু বিধায়কের সমর্থন৷ যাঁরা অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে তাঁদের ধরলে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২৬৷

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কোন পাঁচ বিধায়ক দল বদল করে তৃণমূলে এসেছেন-

কৃষ্ণনগর উত্তর- মুকুল রায় (বিজেপি)

কোতুলপুর- হরকালি প্রতিহার (বিজেপি)

আলিপুরদুয়ার- সুমন কাঞ্জিলাল (বিজেপি)

বিষ্ণুপুর- তন্ময় ঘোষ (বিজেপি)

সাগরদিঘি- বায়রন বিশ্বাস (কংগ্রেস)

এই মুহূর্তে বিজেপি বাদে বিরোধী শিবিরের বিধায়ক বলতে রাজ্য বিধানসভায় রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ এ ছাড়াও রয়েছেন নির্দল বিধায়ক রুদেন সদা লেপচা৷

advertisement

২৯৪ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় শুক্রবারের পর কোন দলের বিধায়ক সংখ্যা কত? (দল বদলুদের বাদ দিয়ে)

তৃণমূল- ২২১

বিজেপি- ৭০

আইএসএফ-১

কংগ্রেস-১

নির্দল-১

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত তিন বছরে রাজ্য বিধানসভায় শাসক বিরোধী সবার সংখ্যাই বেড়েছে অথবা কমেছে৷ শূন্য থেকে ১ হয়েছে কংগ্রেসও৷ যদিও সাগরদিঘি থেকে ভোটে জেতা সেই বায়রন বিশ্বাসও দল বদলে তৃণমূলে নাম লিখিয়েছেন৷ শুধু শূন্যেই আটকে রয়েছে বামেরা৷ আরজি কর আন্দোলনে মরিয়া হয়ে পথে নামলেও শেষ পর্যন্ত ভোটের ময়দানে বামেদের দুর্দশা কিছুতেই কাটছে না৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল