TRENDING:

West Bengal By Election 2021 Results: 'এ জয় মানুষের জয়', ট্যুইট-বার্তায় শুভেচ্ছা মমতার, 'উপনির্বাচনেও মানুষ বেছেছে উন্নয়ন'!

Last Updated:

West Bengal By Election 2021 Results: চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : রাজ্যে চার বিধানসভা আসনের উপনির্বাচনে (West Bengal Bye Election) জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই জয়ের পর চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি (West Bengal By Election 2021 Results| Mamata Banerjee) লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷’’
উপনির্বাচনের জয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
উপনির্বাচনের জয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
advertisement

আরও পড়ুন: শোচনীর ফল, মন্ত্রী নিশীথের বুথেও গো হারা হারল বিজেপি! রেকর্ড উদয়নের...

দুই আসনে বিধায়কের মৃত্যু ও দুই আসনে বিধায়কের পদত্যাগের জেরে গত শনিবার উপনির্বাচন হয় ৷ আজ, মঙ্গলবার তারই ফল প্রকাশিত হল ৷ চার আসনেই জিতল তৃণমূল কংগ্রেস ৷ আর তার পরই ট্যুইট করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

advertisement

advertisement

ট্যুইট-বার্তাটিতে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷ এতে প্রতিফলিত হল যে বাংলা বরাবর ঘৃণার রাজনীতি ও অপপ্রচারের বদলে একতা এবং উন্নয়নকেই বেছে নেয় ৷’’ পাশাপাশি মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷প্রসঙ্গত, যে চার আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির বিধায়ক সংখ্যা ২-২ ছিল ৷ গোসাবা ও খড়দহ তৃণমূলের দখলে ছিল ৷ আর বিজেপি (BJP) জিতেছিল দিনহাটা ও শান্তিপুর আসনে ৷ কিন্তু এবার সেই ফলাফল একেবারে উল্টে গেল ৷ তৃণমূলের দখলেই চলে গেল সবক’টি আসন ৷

advertisement

আরও পড়ুন: খড়দহে জয়ী শোভনদেব, নজর কাড়ল সিপিআইএম

এর ফলে বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়ল তৃণমূলের ৷ আর ৭৭ থেকে কমে সরকারিভাবে ৭৫ হল বিজেপি ৷ আর তৃণমূলের হাতে এখন ২১৭ জন বিধায়ক হল ৷ তবে বিজেপি থেকে তৃণমূলে চলে গিয়েছেন আরও পাঁচজন বিধায়ক ৷ ফলে খাতায় কলমে বিজেপির বিধায়ক এখন ৭৭ হলেও আসলে গেরুয়া শিবিরে রইলেন আর মাত্র ৭০ জন বিধায়ক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

উল্লেখ্যে এই উপনির্বাচনে চার আসনেই জয়ী হয়েছে তৃণমূল। খড়দহ কেন্দ্রে জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন এক লক্ষ  ১৩ হাজার ৬৪৭ ভোট।  ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছে তৃণমূল।  দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা।  তৃতীয় সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। অন্য দিকে দিনহাটায় রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ। তৃণমূলের সহজ জয় এসেছে গোসাবাতেও। এখনও গণনা চলছে শান্তিপুর কেন্দ্রে। তবে সেখানেও তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয় নিশ্চিত করে অন্তত ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2021 Results: 'এ জয় মানুষের জয়', ট্যুইট-বার্তায় শুভেচ্ছা মমতার, 'উপনির্বাচনেও মানুষ বেছেছে উন্নয়ন'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল