মাদ্রাসা শিক্ষা কমিশনের সচিব রেজানুল করিম জানিয়েছেন, ছাত্রীদের তুলনায় এবছর ছাত্রদের পাশের হার বেশি ৷ জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে পাশের হার সর্বাধিক ৷
এবছর মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ২৩ হাজার ৪৯ জন ছেলে ও ৪২ হাজার ৩৪৮ জন মেয়ে।
পড়ুয়ারা ফল জানতে পারবেন অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ৷
advertisement
যে সব সাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হলঃ-
১)http:// wbbme.org
২)http:// www.wbresults.nic.in
৩)http:// www.exametc.com
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর চেকবক্সে রোল নম্বর লিখলেই জানা যাবে পরীক্ষার ফলাফল ৷
এছাড়া মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা ৷ ফল জানতে মেসেজে WBBME লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠিয়ে দিলেই রিপ্লাই এসএমএসে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট ৷