#কলকাতা: অনশনের ১৮ দিনের মাথায় পার্শ্বশিক্ষকদের শোকজের নির্দেশ সর্বশিক্ষা মিশনের অধিকর্তার।সোমবারই এই শোকজের নির্দেশ রাজ্যের প্রত্যেকটি জেলার এডুকেশন অফিসারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে গত ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত যারা কোনও কারণ না দেখিয়েই স্কুল থেকে অনুপস্থিত তাদেরই শোকজ করতে হবে।কোন কোন শিক্ষকদের শোকজ করা হল সেই রিপোর্ট ১০ দিনের মধ্যে সর্বশিক্ষা মিশনের অধিকর্তাকে পাঠাতে হবে। শোকজের নির্দেশ নিয়ে খুব একটা চিন্তিত নন পার্শ্বশিক্ষকরা। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে আন্দোলনকারী মধুমিতা ব্যানার্জির দাবি, ‘‘সাংবিধানিক অধিকার মেনে আমরা এই আন্দোলন শুরু করেছি। আন্দোলনে বসার কথা আমরা সর্বশিক্ষা মিশনের অধিকর্তাকে জানিয়েছি।’’ তার সঙ্গে আমাদের আন্দোলন এবং অনশনের কথা সব স্কুলের শিক্ষকদের জানানো রয়েছে বলেই দাবি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের। গত ২২ দিন ধরে তাঁরা অবস্থানে রয়েছেন মূলত বেতন কাঠামোর দাবি নিয়ে। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও রাজ্য তাঁদের বেতন কাঠামো করে দিচ্ছে না। আন্দোলন এবং অনশন শুরুর পর থেকেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়েছিলেন স্কুল বাদ দিয়ে কোন রকম অনশন আন্দোলনের পক্ষপাতী তিনি নন। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেবে তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও শোকজের নির্দেশের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সর্বশিক্ষা মিশনের অধিকর্তার এই নির্দেশ পাওয়ার পরপরই তৎপর জেলার এডুকেশন অফিসাররা। শোকজের নির্দেশ হলেও আন্দোলনে যে কোন বাধা পড়বে না তা জানিয়ে দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।
advertisement