এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হয়েছে ৷
advertisement
এছাড়াও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বায়োলজিক্যাল সায়েন্স, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোজফি, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, ভূগোল, ইতিহাস, কম্পিউটার সাযেন্স,এনভায়রনমেন্ট স্টাডিজের মত বিষয়গুলিতেও সিলেবাস কাটছাঁট করা হয়েছে। এই বিষয়গুলির কোন কোন অংশ সিলেবাস কাটছাঁট করা হয়েছে তাও ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ১৯টি বিষয়ের সিলেবাসের কাটছাঁটের অংশ বিস্তারিতভাবে দিলেও বৃহস্পতিবার এর মধ্যেই বাকি বিষয়গুলির বাদ দেওয়া অংশ সংসদ ওয়েবসাইটে প্রকাশ করবে বলেই জানিয়েছে। তবে সে ক্ষেত্রে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সাধারণত উচ্চমাধ্যমিকে পরীক্ষার সঙ্গেই নেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি রাজ্য সরকার। সে ক্ষেত্রে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির সঙ্গেই ঘোষিত হবে বলেই সংসদ সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়