TRENDING:

Mithun Chakraborty: শাহী ১ কোটি টার্গেট পূরণে ‘ঘুম’ ছুটেছে! বঙ্গ পদ্মের এবার ‘হাতিয়ার’ মিঠুন চক্রবর্তী, কী বললেন ‘মহাগুরু’?

Last Updated:

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়ায় দলের সদস্যতা অভিযানকে সামনে রেখে মিঠুন চক্রবর্তীর একটি ভিডিও বার্তা জনসমক্ষে এনেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বঙ্গে শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এবার বিজেপির ‘হাতিয়ার’ মিঠুন চক্রবর্তী। আজ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়ায় দলের সদস্যতা অভিযানকে সামনে রেখে মিঠুন চক্রবর্তীর একটি ভিডিও বার্তা জনসমক্ষে এনেছেন। সেখানে কেন এক কোটি সদস্য করা প্রয়োজন? সেই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত, বাংলা থেকে ১ কোটি সদস্য করা নিয়ে কি এখন ঘোর 'চিন্তায়' রাজ্য বিজেপি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। পাখির চোখ ২৬ এর বিধানসভা ভোট। লক্ষ্য ১ কোটি। সময় ১ মাস।
বঙ্গ পদ্মের এবার ‘হাতিয়ার’ মিঠুন চক্রবর্তী (File Photo)
বঙ্গ পদ্মের এবার ‘হাতিয়ার’ মিঠুন চক্রবর্তী (File Photo)
advertisement

আরও পড়ুন- নভেম্বরের মাঝেই হাওয়া বদল, রাজ্যে উত্তুরে হাওয়া বইতে শুরু করার সম্ভাবনা কবে থেকে? জেনে নিন

সীমিত সময়ের মধ্যে শাহী টার্গেট পূরণে বঙ্গ বিজেপির কার্যত ‘ঘুম’ ছুটেছে। অমিত শাহের হাত ধরে এ রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা হয়। গত মাসের ২৭ তারিখ বঙ্গ সফরে এসে সাংগঠনিক বৈঠকে নেতৃত্বকে এক কোটি সদস্য করার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন শাহ। এখনও পর্যন্ত সে অর্থে সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিরাট কোনও সংখ্যায় পৌঁছতে পারেনি বঙ্গ পদ্ম শিবির বলেই খবর। এক মাসে এক কোটি সদস্য সংগ্রহ করা কার্যত অসম্ভব বলেই মত বিজেপি শিবিরের একাংশের। বর্তমান সাংগঠনিক অবস্থার নিরিখে আদৌ কি নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে বঙ্গ বিজেপি? এই প্রশ্ন বিজেপির অন্দরেই উঠছে। বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বের পাশাপাশি শাহের দেওয়া এক কোটি সদস্য করার লক্ষ্যে পৌঁছতে দলের বিধায়ক থেকে সাংসদদেরও মাথাপিছু বড় সংখ্যায় সদস্য করার টার্গেট মাস্ট করা হয়েছে।

advertisement

এরই মধ্যে এবার বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে দলের তারকা নেতা 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর ভিডিও বার্তা এবার সামনে এনে বাংলা থেকে ১ কোটি সদস্য করার লক্ষ্যে দলের কর্মী নেতৃত্বকে ঝাঁকুনি দিতে চাইল রাজ্য বিজেপি নেতৃত্ব বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘‘শুধু মুখে বললেই এক কোটি সদস্য করা যাবে না। তার জন্য পরিশ্রম করতে হবে। নিজের পাড়া প্রতিবেশী, এলাকার মা-বোন-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে বোঝান, কেন বিজেপির সদস্য হওয়া প্রয়োজন।’’ ভিডিও বার্তায় বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য মিঠুন এও বলেছেন, ‘‘বিজেপির সদস্য হন এবং বিজেপিকে ভোট দিন তবেই বাংলা বাঁচবে। না হলে এই বাংলা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। বাংলাকে বাঁচানোর একটাই রাস্তা এক কোটি সদস্য করা।’’

advertisement

আরও পড়ুন- কতগুলি ম্যাচে জিতবে ভারত? বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং

৩৫ শতাংশ হিন্দু এখনও ভোট দেন না। আমি তাঁদেরও অনুরোধ করবো আপনারা বিজেপির সদস্য হোন বলেও ভিডিও বার্তায় আবেদন জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ‘‘মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলার আবেগকে কাজে লাগিয়ে ১ কোটি সদস্য করার টার্গেট পূরণ করতে চাইছে বঙ্গ পদ্ম ব্রিগেড।’’ যদিও বাংলার সদস্যতা সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য বললেন, ‘‘সব পরিকল্পনা করা আছে। বাংলা থেকে এবার ১ কোটি সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা পূরণ হবেই এবং আগামী বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে বাংলার মানুষ আজ প্রস্তুত।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: শাহী ১ কোটি টার্গেট পূরণে ‘ঘুম’ ছুটেছে! বঙ্গ পদ্মের এবার ‘হাতিয়ার’ মিঠুন চক্রবর্তী, কী বললেন ‘মহাগুরু’?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল