বঙ্গ বিজেপির তরফে যে পোস্টার সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একেবারে ‘বাঙালিবাবু’ বেশে। ধুতি পাঞ্জাবি পড়া প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লেখা ‘দেশে একটাই গ্যারান্টি মোদিজীর গ্যারান্টি’। এই প্রচার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বঙ্গ বিজেপির অনেক প্রথম সারির নেতাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন এই পোস্টার।
advertisement
আরও পড়ুন- পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ! জেনে রাখা প্রয়োজন
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্য বিজেপির নড়বড়ে সংগঠন থেকে ঘরোয়া কোন্দল ঠেকাতে লোকসভা ভোটে নরেন্দ্র মোদি যে তাঁদের ‘ভরসা’ এবং তাঁকে ‘মুখ’ করেই ভোট বৈতরণী পার হতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বঙ্গ সফরে বাংলা থেকে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা আগেই বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। কিন্তু সংগঠনের যা হাল, তাতে সেই লক্ষ্যমাত্রা পূরণ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরেই। তাই প্রধানমন্ত্রীকে ‘মুখ’ করেই চব্বিশের ভোটে একদিকে শাসক তৃণমূলের দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে মোদি সরকারের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই প্রচারে জোর দিতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক মহলের।
আরও খবর পড়তে ফলো করুন