আরও পড়ুন- আকাশপথে ভ্রমণকালে বিমান বজ্রপাতের মুখে পড়লে কী কী হতে পারে? জেনে রাখুন আগেভাগেই
নির্ধারিত সময়ের মধ্যে এক হাজার সভাও করা যায়নি। এই ভাবেই একের পর এক সাংগঠনিক কর্মসূচি নিলেও তা পূরণে বারবার ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি। এতে ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে বিজেপির এবার বিশেষ সশক্তিকরণ অভিযান। লক্ষ্য, লোকসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করা। যে সমস্ত জায়গায় বুথ কমিটি গঠন হয়নি অবিলম্বে সেই সমস্ত বুথ কমিটি গঠন করা । পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসন। ২৯৪ বিধানসভা কেন্দ্রেই একজন করে নেতাকে দায়িত্ব দিচ্ছে বিজেপি। তাঁদের প্রধান কাজ হবে যে সব বুথ এলাকায় বিজেপি দুর্বল সেখানে হাল ফেরানো।
advertisement
প্রত্যেক বুথে ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন করে দলীয় সংগঠনকে শক্তিশালী করা। উনিশের লোকসভা ভোটে পরাজিত এবং দুর্বল বুথগুলিতে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। শুরু হচ্ছে তাদের বিশেষ বুথ সশক্তিকরণ অভিযান। এর জন্য জারি হয়েছে দলীয় নির্দেশিকা। বিজেপির এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে বুথ সশক্তিকরণ অভিযান। প্রতিটি বুথের কাজকে ২৩টি পয়েন্টে ভাগ করে আলোচনা করতে হবে। প্রতি বুথের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হবে। সেই গ্রুপকে যুক্ত করতে হবে বিধানসভা এলাকার সঙ্গে। মণ্ডলে মণ্ডলে গিয়ে নেতাদের বৈঠক করতে হবে।