তৃণমূলের দাবি, ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে দিল্লির বিজেপি সরকার।’ এ নিয়ে দিল্লিতে ধরনা দিয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না হয়েছে রাজভবনের সামনেও। এবার পাল্টা পথে নামছে বিজেপি। বঞ্চনার অভিযোগের মোকাবিলায় তাদের হাতিয়ার দুর্নীতির অভিযোগ। গেরুয়া শিবির সূত্রের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে, উৎসবের পর কোমর বেঁধে ময়দানে নামবে বঙ্গ বিজেপি।
advertisement
প্রত্যেক বিধানসভা এলাকায় গিয়ে প্রচার করবে। বিভিন্ন জায়গায় হবে সভা।বিলি করা হবে প্রচারপত্র। বিজেপি বোঝানোর চেষ্টা করবে, কেন্দ্র এবং রাজ্যের প্রকল্পে দুর্নীতি করেছে তৃণমূল। রাজনৈতিক রং দেখে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা দুর্নীতি করেছেন বলেই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই সুরেই প্রচার করবেন বঙ্গ বিজেপির নেতারা।
রাজ্যের বিজেপি সাংসদ এবং বিধায়করা প্রচার করবেন। কেন্দ্রীয় মন্ত্রীদেরও বিধানসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। গত পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। ভোটে তারা এর ফলও পেয়েছে। এবার সামনে লোকসভা নির্বাচন। আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের সুর সপ্তমে। এর মোকাবিলায় এবার কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে বঙ্গ বিজেপিও। তারা চাইছে পাল্টা দুর্নীতির অস্ত্রে শান দিতে।