TRENDING:

রাজ্য বিজেপির কোর কমিটি নিয়ে বিরাট ঘোষণা! তালিকায় মিঠুন, নাম নেই রূপার

Last Updated:

এই প্রথম সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গঠন করলেন রাজ্য বিজেপির কোর কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা বিজেপির জন্য নতুন কোর কমিটি ঘোষণা করলেন সভাপতি জেপি নাড্ডা। কোর কমিটিতে কারা রয়েছেন, কারা বাদ গিয়েছেন, কাদের অবস্থান কী, তা স্পষ্ট করা হয়েছে। আগে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো সরকারি ভাবে রাজ্য বিজেপির কোনও কোর কমিটি ছিল না। রাজ্য কমিটি ১২ জনকে নিয়ে কোর কমিটি করেছিল। এই প্রথম সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গঠন করলেন কোর কমিটি।
বিজেপির কোর কমিটিতে মিঠুন, নেই রূপা
বিজেপির কোর কমিটিতে মিঠুন, নেই রূপা
advertisement

রাজ্য কমিটিতে এই প্রথম কোর কমিটি গঠনের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করল কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গেরুয়া শিবিরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কোর কমিটিতে মিঠুন চক্রবর্তী, মনোজ টিগগা-সহ আটজন নতুন মুখ রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই কোর কমিটি গঠন করা হয়েছে।

বিজেপির কোর কমিটির সদস্যরা

advertisement

আরও পড়ুন: বন্ধ ঘরের দরজা ঠেলে ঢুকতেই চাঞ্চল্য, উদ্ধার দুই শিক্ষকের রক্তাক্ত দেহ!

এই কোর কমিটিতে নবনিযুক্ত হলেন ৮ জন সদস্য। তাঁরা হলেন, মিঠুন চক্রবর্তী, জন বারলা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, মনোজ টিগ্গা, দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায়। আগে কোর কমিটিতে ছিলেন ১২ জন, এখন বেড়ে হল ২০ জন। এর সঙ্গে রয়েছেন চার জন বিশেষ আমন্ত্রিত সদস্য। সোমবার সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন নড্ডা। তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুনের নামও। তবে নাম নেই রূপা গঙ্গোপাধ্যায়ের।

advertisement

আরও পড়ুন: স্কচ সিলভারে পুরস্কৃত উৎসশ্রী পোর্টাল, খুশির হাওয়া স্কুল শিক্ষা দফতরে

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

জেপি নাড্ডার নির্দেশে কোর কমিটি গঠন করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বেশ কিছু সাংগঠনিক জেলার জোন ইনচার্জদেরও নেতৃত্ব বদল হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। হেস্টিংসের দু'দিনের বিজেপির সাংগঠনিক বৈঠকে এই রদ বদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেপি নাড্ডার গঠন করা কোর কমিটিতে উল্লেখযোগ্য নাম মিঠুন চক্রবর্তী। বাংলার সক্রিয় রাজনীতিতে ফের যে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে মিঠুন চক্রবর্তী বর্তমানে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য বিজেপির কোর কমিটি নিয়ে বিরাট ঘোষণা! তালিকায় মিঠুন, নাম নেই রূপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল