আরও পড়ুন– রাশিফল ২৭ জানুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম বলেন, ‘‘দলের কেউ কেউ ভোটে দাঁড়ান পার্টি ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট করতে। ওরা বছরের পর বছর ভোটে দাঁড়ায়, আবার হেরেও যায়। বুথ কর্মীরা মার খেয়েও নিজেদের প্রাপ্য পায়না। বুথ কর্মীদেরও তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। ভোটে লড়ার জন্য পার্টি যে ফান্ড দেয় তা দলীয় কাজে ব্যবহার না করে গোটাটাই পকেটে ভোরে সারা বছর সেই টাকায় চলে ওই সমস্ত নেতাদের।’’ নাম না করে বিজেপি নেতৃত্বকেই নিশানা করে ফের একের পর এক দলের নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন অনুপম হাজরা।
advertisement
আরও পড়ুন– ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন
এর আগেও বেনজিরভাবে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগে প্রকাশ্যে সরব হতে দেখা গেছে অনুপম হাজরাকে। রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে দলীয় কর্মী সমর্থকদের একাংশের প্রতি ‘বঞ্চনা’ নিয়েও মন্তব্য করতে দেখা গেছে বর্তমানে বিজেপির ‘বিদ্রোহী’ নেতা হিসেবে পরিচিত অনুপম হাজরাকে। আর এবার রবিবার অমিত শাহর বঙ্গ সফরে আসার ঠিক আগেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে শুধু সরব হওয়াই নয়, আগামী লোকসভা নির্বাচনে দলের তরফে যদি বোলপুরে তাঁকে টিকিট না দেওয়া হয় সে ক্ষেত্রে নির্দল প্রার্থী হিসেবেও তিনি লড়াই করবেন বলেও জানিয়ে অনুপম বললেন, ‘‘প্রার্থী হতে গেলে দলের কোনও টিকিটের প্রয়োজন হয় না।’ তাহলে কি লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে এবার বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে দেখা যাবে অনুপম হাজরাকে? নাকি শিবির বদলে তিনি অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী হবেন? এই প্রশ্নের উত্তর দেবে অবশ্য সময়ই। তবে বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। কে কোথা থেকে প্রার্থী হবেন সেই বিষয়টি নিয়েও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল যদি ওনাকে প্রার্থী করে তাহলে উনি লড়বেন। আর না করলে উনি কি করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার।’’
এদিকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পার্টি ফান্ডের টাকা ফিক্সড ডিপোজিট-সহ অন্যান্য ইস্যুতে অনুপমের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে অনুপমকে স্পষ্ট বার্তা দিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব সাফ জানিয়েছে, ‘‘অনুশাসন মেনে না চললে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’