তৃণমূলের অভিযোগ, এখানেই শেষ নয়, রাজ্য বাজেট পাঠে আগে রাজ্য সঙ্গীতেরও অবমাননা করেন বিরোধী বিধায়কেরা৷ শুক্রবার এই অভিযোগে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে সরকার পক্ষ।
সেই প্রস্তাবে লেখা হয়, ‘‘রাজ্য সঙ্গীতের অবমাননা করা হয়েছে। গতকাল বাজেট পেশের আগে অবমাননা করা হয়। রাজ্য সঙ্গীত চলার সময়ে বিষয়টি এড়িয়ে যান বিরোধী বিধায়কেরা। এরপর শুরু করন জাতীয় সঙ্গীত।’’
advertisement
আরও পড়ুন:সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর! বাড়ছে ভাতা…সঙ্গে সুবিধা আরও এক! ঘোষণা রাজ্য বাজেটে
এই প্রস্তাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত ২৯ নভেম্বর বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় শাসক শিবির জাতীয় সঙ্গীত ধরে। কিন্তু গান শুরু হলেও বিজেপি বিধায়করা স্লোগান থামাননি। এর পর জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে হাইকোর্টে যায় তৃণমূল।