TRENDING:

West Bengal Assembly|| বিধানসভায় আনমনে কী বানাচ্ছিলেন! আচমকা স্পিকারের ধমক, অপ্রস্তুত বিজেপি বিধায়ক

Last Updated:

West Bengal Assembly Session: অধিবেশন চলার সময়ই বিজেপির বিধায়ক মিহির গোস্বামীকে স্পিকার সতর্ক করে বলেন, "মিহিরবাবু এখানে খৈনি টিপবেন না এটা বিধানসভা।" এর পরেই এই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয় বিধানসভা কক্ষের অন্দরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ এই বিধানসভা অনেক কিছুরই সাক্ষী রয়েছে। শাসক বিরোধীদের চাপানো-উতোর, টিকা-টিপ্পনি, এমনকি বিরোধীদের সঙ্গে শাসকদলের হাতাহাতি পর্যন্ত হয়েছে। বিধায়কদের দ্বারা ভাঙচুরের ঘটনারও স্বাক্ষী রয়েছে এই বিধানসভা। কিন্তু শুক্রবার যে ঘটনা বিধানসভায় ঘটেছে তাকে এক কথায় নজির বিহীন ঘটনাই বলা যায়।
বিধানসভা । ফাইল ছবি।
বিধানসভা । ফাইল ছবি।
advertisement

এ দিন অধিবেশন চলার সময়ই বিজেপির বিধায়ক মিহির গোস্বামীকে স্পিকার সতর্ক করে বলেন, "মিহিরবাবু এখানে খৈনি টিপবেন না এটা বিধানসভা।" এর পরেই এই বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয় বিধানসভা কক্ষের অন্দরে। কিছুক্ষণ হাসি ঠাট্টা, টিকা টিপ্পনি চলে দু-পক্ষের মধ্যে।

আরও পড়ুনঃ হাফ মন্ত্রী বলে কটাক্ষ, পাল্টা বিজেপি বিধায়ক মিহিরকে 'অমানুষ' বললেন চন্দ্রিমা!

advertisement

যদিও পড়ে মিহির গোস্বামী জানিয়েছেন, তিনি খৈনি টিপছিলেন না। জোয়ান বা আজওয়াাইন খাওয়ার অভ্যাস রয়েছে তাঁর। এ দিনও সেই অভ্যাসবশত আজওয়াইন খাওয়ার আগে একবার হাতের মধ্যেই ঝাড়াই-বাছাই করে নিচ্ছিলেন তিনি। স্পিকার দূর থেকে তা বুঝতে না পারায় বিপত্তি হয়েছে। যদিও পরবর্তী সময় স্পিকার সেটা বুঝেছেন।

আরও পড়ুনঃ বিয়ের ৫ দিনেই বিরাট কাণ্ড! HIV আক্রান্ত দম্পতির সঙ্গে এ কী ঘটল? ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা

advertisement

এর পরেই তিনি বলেন, "বিরোধীদের ভুল ধরার জন্য স্পিকার সবসময় তৈরি থাকেন। আর শাসক দল যদি সত্যিই কিছু ভুল করে থাকে তাহলে তার চেয়ে চোখ এড়িয়ে যায়। বিরোধীদের ক্ষেত্রে সেরকমটা কখনও হয় না। যদিও এ দিন ধমক খাওয়ার কোনও কারণ ছিল না। স্পিকার দূর থেকে দেখে তাঁর ভুল ধারণা হয়েছিল।"

advertisement

তবে এই ঘটনা নিয়ে বিধানসভার অন্তরে বেশ কিছুটা সময় ধরেই চর্চা চলেছিল। হাসিঠাট্টাও করেছেন অনেকে। প্রবীণ বিধায়ক থেকে বিধানসভায় দীর্ঘদিন কাজ করা কর্মচারীরাও মনে করতে পারছেন না যে এরকম ধরনের ঘটনা আগে কোনদিনও ঘটেছে কিনা। তবে বিধানসভা চত্বরে কোনওরকম নেশার জিনিস ব্যবহার না করাই ভাল বলে মনে করেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

UJJAL ROY

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly|| বিধানসভায় আনমনে কী বানাচ্ছিলেন! আচমকা স্পিকারের ধমক, অপ্রস্তুত বিজেপি বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল