TRENDING:

West Bengal Assembly: বিধানসভায় শাসক-বিরোধী বিক্ষোভ নিয়ে তীব্র নিন্দায় অধ্যক্ষ! নিয়ম পড়ে শোনালেন বিমান বন্দ্যোপাধ্যায়

Last Updated:

West Bengal Assembly: বিধানসভার ভিতরে সরকার এবং বিরোধীদলের বিধায়করা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তার তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত সপ্তাহে বিধানসভার ভিতরে সরকার এবং বিরোধীদলের বিধায়করা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তার তীব্র নিন্দা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিধানসভার নিয়ম কানুন সব দলকে মেনে চলতে হয়। সেদিন সরকারি এবং বিরোধী দলের বিধায়করা সেই নিয়ম লঙ্ঘন করেছেন। আশা করি ভবিষ্যতে সমস্ত বিধায়করা এই নিয়ম মেনে চলবেন।
বিমান বন্দ্যোপাধ্যায়
বিমান বন্দ্যোপাধ্যায়
advertisement

প্রসঙ্গত নবান্ন অভিযান নিয়ে গত বৃহস্পতিবার সরকার এবং বিরোধী দলের বিধায়করা বিধানসভার ভিতরে স্লোগান এবং পাল্টা স্লোগান দিতে থাকে। এরপর বিরোধী দলের বিধায়করা ওয়াক আউট করার সঙ্গে সঙ্গে সরকারি দলের বিধায়করা মিছিল করে বেরিয়ে যান। সরকারি দলের বিধায়করা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এর আগে ওই ঘটনার নিন্দা করেছিলেন অধ্যক্ষ। বিধানসভার মধ্যেই এই ঘটনার আবার নিন্দা করলেন তিনি। এই সংক্রান্ত বিধানসভার যে নিয়ম তাও বিধায়কদের পড়ে শোনান অধ্যক্ষ।

advertisement

আরও পড়ুন: 'ববির প্রমোশন হয়নি, দিলীপের হয়েছে...' সোমবার সকাল সকাল ফের বিস্ফোরক দিলীপ ঘোষ!

আরও পড়ুন: 'সাতদিন সময় দিলাম... দেখুন কি করি!' পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নিয়মে স্পষ্ট বলা রয়েছে, বিধানসভায় কোনওরকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান পিকেটিং করা যাবে না। বিধানসভার নিয়মাবলী পড়ে শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত সপ্তাহে অনুরূপ ঘটনা বিধানসভার কাজে ব্যঘাত সৃষ্টি করেছে। সরকার ও বিরোধী উভয় দলকে সতর্ক করলেন অধ্যক্ষ। বিধানসভায় কোনও রকম পোস্টার, ব্যানার নিয়ে স্লোগান, পিকেটিং করা যায় না। বিধানসভার নিয়মাবলী পড়ে শোনালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত সপ্তাহে অনুরূপ ঘটনা বিধানসভার কাজে ব্যঘাত সৃষ্টি করেছে। যা উভয় পক্ষের থেকে প্রত্যাশা করা যায় না। বললেন স্পিকার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: বিধানসভায় শাসক-বিরোধী বিক্ষোভ নিয়ে তীব্র নিন্দায় অধ্যক্ষ! নিয়ম পড়ে শোনালেন বিমান বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল