এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে। সেটা ১৯৬ হয়। কিন্তু আমি বলব ২১৪ টপকে আমাদের যেতে হবে।” পরে উঠে মমতা অভিষেকের টার্গেটের থেকেও এক আসন বেশি যোগ করে দেন।
আরও পড়ুন: ‘শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছিলাম’, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক অভিষেক! দিয়ে দিলেন ‘টার্গেট’
advertisement
এদিন তৃণমূল নেত্রীর মুখে ফের উঠে এসেছে ‘খেলা হবে’ স্লোগান। বলেন, ”খেলা আবার হবে। ২০২৬-এর খেলায় আরও জোরে মারতে হবে। সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট দেখে। আমি ইলেকশন কমিশনকে সম্মান করি। কিন্তু এখন ইসি’র দায়িত্বে কে দেখেছেন? স্বরাষ্ট্র মন্ত্রীর সচিব হলেন ইসি-র চিফ। গোটাটাই বিজেপিতে ভরে গিয়েছি। মহারাষ্ট্র ও দিল্লিতে কী করে জিতেছে? ওরা ধরতে পারেনি। বাংলায় ধরব। জবাব দেব। এটাই আমার চ্যালেঞ্জ।”
২০২৪ সালের লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ”বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছে। ২৯ আসন আমরা পেয়েছি, কারচুপি করে ৫ আসনে হারানো হয়েছে। নাহলে আমরা ৩৪ আসন পেতাম। রাজ্যসভা মিলিয়ে আমাদের ৪২ জন সাংসদ আছে। আমাদের মহিলা প্রতিনিধি সবচেয়ে বেশি। তাঁরা দুই সভায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করে।”